মোবাইল

OnePlus 13 কিনতে চান না? iPhone থেকে Samsung, সেরা বিকল্পগুলি দেখে নিন

Published on:

OnePlus 13 alternative in india iphone 16 pro max realme gt 7 pro oppo find x8 pro

সম্প্রতি ভারতে এসেছে OnePlus 13 সিরিজ। যার অধীনে লঞ্চ হয়েছে OnePlus 13 এবং OnePlus 13R স্মার্টফোন। ভারতে এই ফোনের একাধিক বিকল্প রয়েছে। যদি কেউ মনে করেন, এটির ফিচার ও ডিজাইন যথেষ্ট নয়, তাহলে তারা বিকল্প হিসেবে iPhone 16 Pro Max, Realme GT 7 Pro, Oppo Find X8 Pro এই স্মার্টফোনগুলি বিবেচনা করতে পারেন।

OnePlus 13 এবং OnePlus 13R দুই ফোনেই রয়েছে 6,000mAh ব্যাটারি। প্রথমটিতে আছে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর এবং 100 ওয়াট ফাস্ট চার্জিং, আর দ্বিতীয়টিতে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর এবং 80 ওয়াট ফাস্ট চার্জিং। OnePlus 13 এর দাম শুরু 69,999 টাকা থেকে।

WhatsApp Community Join Now

OnePlus 13 এর সেরা বিকল্প

iPhone 16 Pro Max : এই ফোনে রয়েছে অ্যাপলের সর্বশেষ ও উন্নত A18 প্রসেসর। আবার 6.9 ইঞ্চি OLED সুপার রেটিনা ডিসপ্লে, 12 মেগাপিক্সেল ক্যামেরা, 5x জুম-সহ একাধিক দুর্দান্ত ফিচার রয়েছে আইফোনের এই মডেলে।

Realme GT 7 Pro : রিয়েলমির এই স্মার্টফোনের দাম 59,999 টাকা। অ্যান্ড্রয়েড মোবাইলগুলির মধ্যে অন্যতম দ্রুত এবং ভরপুর ফিচার বিশিষ্ট এই ডিভাইসে রয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, AMOLED ডিসপ্লে, 1.5K 120 হার্টজ রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেল মূল ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, 5,800mAh ব্যাটারি এবং 100 ওয়াট ফাস্ট চার্জিং।

Oppo Find X8 Pro : ওপ্পোর এই ফোনে মিলবে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসর, 120 হার্টজ AMOLED ডিসপ্লে, মাইক্রো কোয়াড কার্ভ ডিজাইন এবং দুর্দান্ত ক্যামেরা। ফোনের দাম শুরু 99,999 টাকা থেকে।

উপরোক্ত তিন মডেল ছাড়াও OnePlus 13 এর বিকল্প হতে পারে Samsung Galaxy S25 Plus এবং Vivo X200 Pro।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন