OnePlus 13R এর সাথে আজ ভারতে লঞ্চ হল OnePlus 13। এর সাথে OnePlus Buds Pro 3 ও OnePlus Magnatic Case আজ ভারতে এসেছে। এরমধ্যে ওয়ানপ্লাস 13 হল সংস্থার প্রথম ফোন যেখানে 6000mAh ব্যাটারি সহ IP68 ও IP69 রেটিং আছে। অর্থাৎ গরম জল ও ধুলো লাগলেও নষ্ট হবে না। আবার এতে এলটিপিও ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আসুন OnePlus 13 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
ওয়ানপ্লাস 13 ভারতে দাম (OnePlus 13 Price In India)
ওয়ানপ্লাস 13 এর 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 69,999 টাকা। আবার এর 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে 76,999 টাকা এবং 24 জিবি র্যাম ও 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে 89,999 টাকা।
ওয়ানপ্লাস 13 তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – আর্কটিক ডন, ব্ল্যাক এক্লিপস ও মিডনাইট ওসান। আগামী 10 জানুয়ারি থেকে এর সেল শুরু হবে। ফোনটি অ্যামাজন ও ওয়ানপ্লাস এর ওয়েবসাইট থেকে কেনা যাবে। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সেলে 5,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এছাড়া 7,000 টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে।
OnePlus 13 এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে: ওয়ানপ্লাস 13 মডেলে 6.82-ইঞ্চি, ProXDR LTPO 4.1 অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি QHD+ রেজোলিউশন এবং 1-120Hz ডায়নামিক রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার এতে 4,500 নিটস পিক ব্রাইটনেস ও 10-বিট কালার ডেপ্থ সাপোর্ট করবে। এতে সিরামিক গার্ড পাওয়া যাবে।
প্রসেসর: অ্যাড্রেনো 830 জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর।
সফটওয়্যার: অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অক্সিজেনওএস 15 কাস্টম স্কিন, চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
র্যাম: 12 জিবি/ 16 জিবি/ 24 জিবি LPDDR5X র্যাম।
স্টোরেজ: 256 জিবি/ 512 জিবি/ 1 টিবি UFS 4.0 স্টোরেজ।
রিয়ার ক্যামেরা: 50 মেগাপিক্সেল সনি এলওয়াইটি-808 প্রাইমারি 1.6 অ্যাপারচার
50 মেগাপিক্সেল সনি এলওয়াইটি-600 টেলিফোটো, 2.65 অ্যাপারচার, 3x অপটিক্যাল জুম
50 মেগাপিক্সেল স্যামসাং S5KJN5 আল্ট্রা-ওয়াইড উইথ 2.05 অ্যাপারচার।
সেলফি ক্যামেরা: 32 মেগাপিক্সেল সনি IMX615 সেন্সর।
ব্যাটারি ও চার্জিং: 6000mAh ব্যাটারি ও 100W সুপারভুক চার্জিং ও 50W এয়ারভুক চার্জিং সাপোর্ট।
সিকিউরিটি: আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।