ওয়ানপ্লাস সম্প্রতি চীনে OnePlus Ace 5 সিরিজ এবং OnePlus 13 স্মার্টফোন লঞ্চ করেছে। আজ সন্ধ্যায় ভারতেও 13 সিরিজের ডিভাইসগুলি পা রাখতে চলেছে। তবে তার আগে এখন টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে সংস্থাটি একটি কমপ্যাক্ট সাইজের ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কাজ করছে। যদিও টিপস্টার এখনও ডিভাইসটির নাম নিশ্চিত করেননি, তবে এটি OnePlus 13 Mini বা OnePlus 13T নামে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। টিপস্টার এই স্মার্টফোনের ফিচার ফাঁস করেছেন।
OnePlus 13 Mini বা OnePlus 13T এর স্পেসিফিকেশন ফাঁস
টিপস্টারের মতে, ওয়ানপ্লাস 13 মিনি বা ওয়ানপ্লাস 13T ফোনে 6.31-ইঞ্চি এলটিপিও ওএলইডি থাকবে বলে আশা করা হচ্ছে, যার চারপাশে পাতলা বেজেল দেখা যাবে। স্ক্রিনটি 1.5K রেজোলিউশন সহ আসবে। আর এই ডিসপ্লের মধ্যে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
এদিকে ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস 13 মিনি মডেলের রিয়ার ক্যামেরা সেটআপে 50-মেগাপিক্সেল Sony IMX906 প্রাইমারি সেন্সর, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 3x অপটিক্যাল জুম সহ 50-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে। যদিও সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে কত মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।
আর OnePlus 13 Mini ফোনে OnePlus 13 এর মতোই স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর ব্যবহার করা হবে। টিপস্টার আরও দাবি করেছেন যে এতে মেটাল ফ্রেম এবং গ্লাস ব্যাক থাকবে। এর বাকি স্পেসিফিকেশন টিপস্টার জানায়নি।
OnePlus 13 এর ফিচার ও স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস 13 ভেগান লেদার এবং গ্লাস ফিনিশ ডিজাইন সহ এসেছে। এটি IP68 এবং IP69 ওয়াটার ও ডাস্ট রেটিং অফার করে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। ক্যামেরার কথা বললে, এর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর উপস্থিত, আর সামনে 32MP সেলফি সেন্সর দেওয়া হয়েছে। ওয়ানপ্লাস 13 স্মার্টফোনে আছে কোয়াড কার্ভড ডিসপ্লে। এই ডিসপ্লে 2K রেজোলিউশন সাপোর্ট করবে।
ভারতে OnePlus 13 এর বেস ভ্যারিয়েন্টের দাম 65,000 টাকা থেকে 70,000 টাকার মধ্যে রাখা হবে।