মোবাইল

OnePlus 13 ফোনের সেল শুরু, অ্যামাজন রিপাবলিক ডে সেলে বাম্পার ডিসকাউন্টে কেনার সুযোগ

Published on:

OnePlus 13 sale today you can purchase with huge discount on amazon republic day 2025 sale

Amazon গতকাল Great Republic Day Sale 2025-এর তারিখ ঘোষণা করেছে। আগামী সপ্তাহ থেকে এই সেল শুরু হবে। Amazon এর Republic Day Sale চলাকালীন সদ্য লঞ্চ হওয়া OnePlus 13 লোভনীয় ছাড়ে পাওয়া যাবে। এই সেল শুরু হবে 13 জানুয়ারি থেকে এবং প্রাইম মেম্বারদের জন্য শুরু হবে মধ্যরাতে। ওয়ানপ্লাস 13 সেলে 5000 টাকার বেশি ছাড়ে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

অ্যামাজনের রিপাবলিক ডে সেলে স্মার্টফোনে 40 শতাংশ এবং স্মার্ট টিভি ও প্রজেক্টরে 65 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অ্যামাজন এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে। সেল চলাকালীন গ্রাহকরা আইসিআইসিআই অ্যামাজন পে ক্রেডিট কার্ড ডিল, এক্সচেঞ্জ অফার এবং কুপন ডিসকাউন্ট থেকেও বেনিফিট পাবেন।

WhatsApp Community Join Now

সেলে OnePlus 13 ফোনে অফার

ওয়ানপ্লাস 13 সিরিজ 7 জানুয়ারি ভারতে লঞ্চ হয়েছিল, এবং এই ফোনের সেল আজ 10 জানুয়ারি থেকে শুরু হয়েছে। কোম্পানি ইতিমধ্যেই কিছু ছাড় ঘোষণা করেছে, তবে Amazon Great Republic Day Sale চলাকালীন এই ফোনে উল্লেখযোগ্য ছাড় পাওয়া যেতে পারে।

লঞ্চ অফারের অধীনে, এই ফ্ল্যাগশিপ ফোনটি 5,000 টাকা ডিসকাউন্টে কেনা যাবে। এই অফার শুধুমাত্র আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য। ওয়ানপ্লাস 13 এর বেস মডেলের দাম 69,999 টাকা, যা ব্যাঙ্ক অফারের পরে কমে 64,999 টাকা হবে। এদিকে, 24GB RAM + 1TB মডেল, যা 89,999 টাকায় লঞ্চ হয়েছে, ব্যাঙ্ক অফারে 84,999 টাকায় কেনা যাবে।

OnePlus 13 এর বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস 13 ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.82-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে HDR10+ সাপোর্ট করে। ওয়ানপ্লাস 13 অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অক্সিজেনওএস 15 কাস্টম স্কিনে চলে। এটি অ্যাড্রেনো 830 জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর দ্বারা চালিত। এই ফোনে 24GB পর্যন্ত RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির কথা বললে, এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন