চীনে লঞ্চ হওয়ার পর, OnePlus 13 আগামী সপ্তাহে গ্লোবাল মার্কেটে পা রাখতে চলেছে। খুশির খবর হল, এই বছরেও ওয়ানপ্লাস তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে আনছে। সংস্থা কিছু না বললেও একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, OnePlus 13-এর একটি স্পেশাল এডিশন ভ্যারিয়েন্ট ভারতে 24 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজে লঞ্চ হবে। এটি ভারতীয় বাজারের জন্য এক্সক্লুসিভ মডেল হবে বলে জানা গিয়েছে।
টিপস্টার যোগেশ ব্রার তাঁর এক্স (সাবেক টুইটার) প্রোফাইল থেকে এই খবর শেয়ার করেছেন। জানিয়ে রাখি, আগামী 7 নভেম্বর ভারত ও বিশ্ববাজারে OnePlus 13, OnePlus 13R, and OnePlus Buds Pro 3 Sapphire Blue আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে। ওয়ানপ্লাস 13 এই বছরের জন্য ওয়ানপ্লাসের সবচেয়ে অত্যাধুনিক ফোন। প্রচুর হাই-এন্ড ফিচার্স থাকছে এতে। অন্যদিকে, ওয়ানপ্লাস 13আর একটি ফ্ল্যাগশিপ কিলার।
চীনে লঞ্চ হওয়ার ফলে ওয়ানপ্লাস 13 হ্যান্ডসেটের স্পেসিফিকেশন অজানা নেই। এতে 6.82 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা 2K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট সহ 24 জিবি র্যাম এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ উপলব্ধ এতে।
ফটোগ্রাফির জন্য, ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং 50 মেগাপিক্সেল 3X টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফির জন্য, মিলবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ডুয়াল 5G কানেক্টিভিটি, 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সমর্থন সহ 6,000mAh ব্যাটারি, IP68 ও IP69 রেটিং।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.