ওয়ানপ্লাস গতকাল ভারতে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন OnePlus 13 লঞ্চ করেছে। এই ডিভাইসটি প্রিমিয়াম সেগমেন্টে এসেছে। তবে এর অনেক ফিচার OnePlus 12 এর মতো রাখা হয়েছে। পাশাপাশি উত্তরসূরি আসার কারণে গতবছরের ফোনটির দামও কমানো হয়েছে। ফলে OnePlus 13 নাকি OnePlus 12 কেনা লাভজনক হবে তা এখন বিচার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই কারণে আজকের প্রতিবেদনে আমরা এই দুই স্মার্টফোনের দাম ও ফিচারের মধ্যে পার্থক্যগুলি তুলে ধরতে চলেছি।
সাধারণভাবে দুটি ওয়ানপ্লাস ডিভাইসের ডিজাইনের মধ্যে খুব বেশি পার্থক্য না থাকরেও ওয়ানপ্লাস 13 কিছুটা স্লিম। ওয়ানপ্লাস 12 মডেলটি 9.2 মিমি পুরু, আর এর উত্তরসূরি 8.5 মিমি পুরু। ব্যাটারি বড় হওয়া সত্ত্বেও নতুন ওয়ানপ্লাস 13-এর ওজন 10 গ্রাম কমে হয়েছে 210 গ্রাম। ওয়ানপ্লাস 12 এবং ওয়ানপ্লাস 13 উভয়েরই ডিসপ্লে সাইজ একই। এগুলিতে 6.82 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট ও 4500 নিটস ব্রাইটনেস অফার করে।
পার্থক্যের কথা বললে, ওয়ানপ্লাস 12 ডিভাইসে গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন রয়েছে, অন্যদিকে ওয়ানপ্লাহ 13 মডেলে ক্রিস্টাল শিল্ড সুপার-সিরামিক গ্লাস পাওয়া যাবে। আর গতবছরের ডিভাইসে IP65 রেটিং থাকলেও নতুন ফ্ল্যাগশিপ ফোনে IP68 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে।
দুটি ফোনই শক্তিশালী পারফরম্যান্স অফার করে। ওয়ানপ্লাস 12 কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দ্বারা চালিত, যেখানে নতুন ওয়ানপ্লাস 13 কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট সহ এসেছে। উভয় প্রসেসরের সাথে যথাক্রমে অ্যাড্রেনো 750 এবং অ্যাড্রেনো 830 জিপিইউ আছে। ওয়ানপ্লাস 12 অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেনওএস 14 কাস্টম স্কিনে চলে, আর ওয়ানপ্লাস 13 চলে অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অক্সিজেনওএস 15 কাস্টম অপারেটিং সিস্টেমে।
দুই ওয়ানপ্লাস ফোনের ক্যামেরা সেটআপের কথা বললে, ওয়ানপ্লাস 12 ফোনে ওআইএস সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 64 মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর এবং 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ ছিল। আর নতুন ওয়ানপ্লাস 13 মডেলে ওআইএস সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দুটি ডিভাইসেই আছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। উভয় ক্যামেরা সিস্টেম হ্যাসেলব্ল্যাড ডিজাইন করেছে।
নতুন ফ্ল্যাগশিপ ফোনের ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়েছে সংস্থাটি। ওয়ানপ্লাস 12 মডেলে 5400mAh ব্যাটারি দেওয়া হয়েছিল, কিন্তু নতুন ওয়ানপ্লাস 13 এসেছে 6000mAh ব্যাটারির সাথে। উভয় ফোনেই 100W SuperVOOC চার্জিং সাপোর্ট করে এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিংয়ের জন্য 50W AirVOOC প্রযুক্তি আছে। এই ফোনগুলি 10W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ এসেছে। তবে ওয়ানপ্লাস 13 ফোনে 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
OnePlus 12 এই মুহূর্তে ছাড়ের কারণে ফ্লিপকার্টে সর্বনিম্ন 52,848 টাকায় তালিকাভুক্ত। তভে নতুন OnePlus 13 এর দাম শুরু হয়েছে 69,999 টাকা থেকে, যা ব্যাঙ্ক অফারের পরে 64,999 টাকা হবে এবং এর সেল 10 জানুয়ারী থেকে শুরু হবে। উভয় ডিভাইসের সাথে এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.