OnePlus 13R আগামী সপ্তাহে 7 জানুয়ারী ভারতে ওয়ানপ্লাস 13 এর সাথে লঞ্চ হতে চলেছে। 13R এই সিরিজের সস্তা মডেল হবে যেখানে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট ব্যবহার করা হবে। সম্প্রতি একটি রিপোর্টে ফোনটিকে দুটি কালার ভ্যারিয়েন্টে দেখা গেছে। পরিচিত এক টিপস্টার ওয়ানপ্লাস 13R এর ব্ল্যাক এবং হোয়াইট কালার ভ্যারিয়েন্টের ছবি শেয়ার করেছে। এখান থেকে ডিজাইনও সামনে এসেছে।
@MysteryLupin নামের এক টিপস্টার এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে আসন্ন ওয়ানপ্লাস 13R এর এই ছবি পোস্ট করেছেন। ছবি দেখে মনে হচ্ছে ফোনটি বক্সি ডিজাইন সহ আসবে। আর এর এজ রাউন্ডেড। তবে রিয়ার প্যানেল ওয়ানপ্লাস 12R থেকে আলাদা। 13R এর পিছনের প্যানেলে গোলাকার আইল্যান্ড দেখা যাবে, এবং এর মধ্যে তিনটি ক্যামেরা ও ফ্ল্যাশলাইট পাওয়া যাবে।
ওয়ানপ্লাস 13R এর ডিসপ্লে সংক্রান্ত তথ্যও ফাঁস হয়েছে। এর ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল হবে এবং এর চারপাশে হালকা বেজেল থাকবে। ডিভাইসটি যথেষ্ট সরু হবে এবং স্ক্রিনের সুরক্ষার জন্য গরিলা গ্লাস 7i ব্যবহার করা হবে। ফোনটি 8 মিমি পাতলা বডি, অ্যালুমিনিয়াম ফ্রেম ও ফ্ল্যাট স্ক্রিন সহ আসবে।
এর ডান দিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেখা যাবে, আর অ্যালার্ট স্লাইডার বাম দিকে থাকবে। ডিভাইসটির ব্ল্যাক ভার্সনে ম্যাট ফিনিস মিলবে, হোয়াইট কালার মুক্তোর মতো দেখাবে।
আনুষ্ঠানিক লঞ্চের আগে, ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে ওয়ানপ্লাস 13R স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর ব্যবহার করা হবে। ডিভাইসটিতে এআই নোট, এআই ক্লিনআপ, এআই ইমেজিং এবং ইন্টেলিজেন্ট সার্চের পাশাপাশি ক্যামেরা সিস্টেমের জন্য স্ন্যাপশট ফিচার সহ এআই ফিচার থাকবে।
এছাড়া, ওয়ানপ্লাস 13R ফোনে বড় 6,000mAh ব্যাটারি থাকবে, যা ওয়ানপ্লাস 12R মডেলে পাওয়া 5,500mAh ব্যাটারির চেয়ে বড়। এটি SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, রিপোর্ট অনুযায়ী ফোনটি 100W ফাস্ট-চার্জিং সহ আসতে পারে। পূর্ববর্তী মডেলগুলির মতো, ওয়ানপ্লাস রিটেল বাক্সে একটি চার্জার অন্তর্ভুক্ত করবে বলে আশা করা হচ্ছে। এই স্মার্টফোনে 6.78-ইঞ্চি 1.5K LTPO ডিসপ্লে এবং 50-মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.