চীনা স্মার্টফোন সংস্থা ওয়ানপ্লাস গত সপ্তাহে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13 এর সাথে OnePlus 13R লঞ্চ করেছিল। এরমধ্যে দ্বিতীয় মডেলটির আজ থেকে সেল শুরু হচ্ছে। ওয়ানপ্লাস স্টোর এবং অ্যামাজন থেকে OnePlus 13R কেনা যাবে। স্মার্টফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অক্সিজেনওএস 15 কাস্টম স্কিনে চলে। এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
প্রথম সেলে বিশেষ অফারে OnePlus 13R
আজ 13 জানুয়ারি শুরু হচ্ছে ওয়ানপ্লাস 13R স্মার্টফোনের প্রথম সেল। এই ডিভাইসটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে 39,999 টাকা প্রারম্ভিক মূল্যে কেনা যাবে। এর সাথে পাওয়া যাবে ব্যাঙ্ক অফার। ক্রেতারা 3,000 টাকা ছাড় পাবেন। পাশাপাশি, যারা পুরনো ফোন এক্সচেঞ্জ করবেন, তারা সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাবেন।
শুধু তাই নয়, বিভিন্ন মডেলে 4000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও মিলবে। উল্লেখ্য ওয়ানপ্লাস 13R এর সাথে 180 দিনের জন্য রিপ্লেসমেন্ট সুবিধা পাওয়া যাবে। এটি দুটি রঙের বিকল্পে এসেছে – নেবুলা নোয়ার এবং অ্যাস্ট্রাল ট্রেইল।
OnePlus 13R এর স্পেসিফিকেশন ও ফিচার
নতুন ওয়ানপ্লাস 13R স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন এবং এইচডিআর ভিভিড সাপোর্ট সহ 6.78-ইঞ্চি LTPO 4.1 AMOLED ডিসপ্লে আছে, যা 4500 নিটস সর্বোচ্চ ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর, 16 জিবি পর্যন্ত র্যাম এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অক্সিজেনওএস 15 সফ্টওয়্যার স্কিনে চলে।
ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস 13R এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে 50MP OIS প্রাইমারি সেন্সর, 50MP টেলিফোটো লেন্স এবং 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স পাওয়া যাবে। এই ফোনে 16MP সেলফি ক্যামেরা উপস্থিত এবং এতে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি রয়েছে।