OnePlus 13R vs OnePlus 12R: ওয়ানপ্লাস সম্প্রতি উইন্টার ইভেন্টে তাদের দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13 এবং OnePlus 13R লঞ্চ করেছে। এর মধ্যে ওয়ানপ্লাস 13R সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ ফিচার করে। এই ডিভাইসে উন্নত ক্যামেরা এবং গ্লাস ফিনিস সহ অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে। সাথে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট এবং কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন পাওয়া যাবে। এটি OnePlus 12R এর উত্তরসূরি মডেল হিসেবে এসেছে।
দুটি স্মার্টফোনের মধ্যে দামের মধ্যে প্রায় 4000 টাকা। এর মধ্যে OnePlus 13R এর 12 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 42,999 টাকা। আর OnePlus 12R এর বেস ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে 38,987 টাকায় বিক্রি হচ্ছে। দামের মধ্যে যেমন সামান্য পার্থক্য আছে তেমনি স্পেসিফিকেশনের ক্ষেত্রে উভয় মডেলের মধ্যে কিছু ফারাক রয়েছে। আসুন ওয়ানপ্লাস 13R এবং ওয়ানপ্লাস 12R এর মধ্যে পার্থক্য দেখে নেওয়া যাক।
ওয়ানপ্লাস 13R ফ্ল্যাট ডিজাইনের সাথে প্রিমিয়াম ফিল দেয়। ওয়ানপ্লাস 13R এর সামনে এবং পিছনে ক্রিস্টাল শিল্ড গ্লাস ব্যবহার করা হয়েছে, যেখানে আগের মডেলের সামনে গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন এবং পিছনে গ্লাস সুরক্ষা ছিল। দুটি ফোনেই রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং ধুলো ও জল প্রতিরোধী রেটিং। সামগ্রিকভাবে, উভয় ফোনই একই রকম, তবে ওয়ানপ্লাস 13R আরও প্রিমিয়াম ডিজাইন অফার করে।
ওয়ানপ্লাস 13R এবং 12R উভয় মডেলে LTPO OLED প্যানেল সহ একই ডিসপ্লে স্পেসিফিকেশন রয়েছে। দুটি ফোনই অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চালিত হলেও, পুরানো ওয়ানপ্লাস 12R কেবল অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত ওএস আপডেট পাবে, যেখানে ওয়ানপ্লাস 13R অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত আপডেট পাবে।
ওয়ানপ্লাস 13R লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেটের সাথে এসেছে। আর স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেট দ্বারা চলে 12R। আপগ্রেড ফ্ল্যাগশিপ চিপসেট 25 শতাংশ পর্যন্ত দ্রুত পারফরম্যান্স দেবে। চিপসেট ছাড়াও, ওয়ানপ্লাস 13R মডেলে আছে দ্রুততর র্যাম বিকল্প – LPDDR5 বিকল্পের তুলনায় LPDDR5X।
OnePlus 13R এর পিছনে ট্রিপল-ক্যামেরা সেটআপ বর্তমান যার মধ্যে আছে 50MP Sony LYT-700 প্রাইমারি সেন্সর, যা OIS এবং f/1.8 অ্যাপারচার সাপোর্ট করে, f/355 অ্যাপারচার সহ 8MP Sony IMX2.2 আল্ট্রাওয়াইড লেন্স এবং নতুন 50MP Samsung JN5 টেলিফটো সেন্সর। এর সামনে রয়েছে f/2.4 অ্যাপারচার সহ 16 মেগাপিক্সেল সনি আইএমএক্স480 সেলফি ক্যামেরা।
OnePlus 12R ডিভাইসে 50MP Sony IMX1.8 প্রাইমারি সেন্সর সহ পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। প্রাইমারি ক্যামেরার সাথে আছে 8MP সনি আইএমএক্স 355 আল্ট্রাওয়াইড লেন্স এবং 2MP ওমনিভিশন ওভি 02 বি ম্যাক্রো ইউনিট। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 16 মেগাপিক্সেল স্যামসাং আইসোসেল S5K3P9 ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ওয়ানপ্লাস 13R ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ওয়ানপ্লাস 12R এর 5,500mAh ব্যাটারির চেয়ে বড়। তবে চার্জিং স্পিড 100W থেকে কিছুটা কমিয়ে 80W করা হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.