আপনি কি DSLR এর মতো ক্যামেরা ও ফাস্ট চার্জিং সহ কোনো ফোন খোঁজ করছেন? তাহলে বেছে নিতে পারেন OnePlus 13R মডেলটি। আসলে OnePlus Diwali Sale-এ হ্যান্ডসেটটি ৭,০০০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। কোম্পানির ওয়েবসাইট, onePlus.in থেকে ডিভাইসটি এই আকর্ষণীয় অফার সহ কিনতে পারবেন। এই স্মার্টফোনে আছে ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা সেন্সর ও ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ চমৎকার ফিচার।
OnePlus 13R এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে ৪২,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে, এটি বর্তমানে কোম্পানির ওয়েবসাইটে ৩৭,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। আবার এর সাথে ২,২৫০ টাকা ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। এর পরে ফোনটি ৩৫,৭৪৯ টাকায় কেনা যাবে। এছাড়া কর্পোরেট কর্মীদের জন্য অতিরিক্ত ৫০০ টাকা ছাড়ও দেওয়া হচ্ছে।
ওয়ানপ্লাস ১৩আর আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার সহ কেনা যাবে। আপনি পুরানো ফোন এক্সচেঞ্জ করে ১৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। আসুন এবার ডিভাইসটির স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
OnePlus 13R ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেনওএস কাস্টম স্কিনে চলে। এই হ্যান্ডসেটের সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চি প্রোএক্সডিআর অ্যামোলেড প্যানেল। এই স্ক্রিনটি এইচডিআর সাপোর্ট করে। এতে AI ফিচার, গ্লোভ মোড এবং অ্যাকোয়া টাচ ২.০ এর মতো প্রযুক্তি পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য 13R মডেলের পিছনে ৫০ মেগাপিক্সেল Sony LYT-700 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর উপস্থিত। এই ক্যামেরায় ৩এক্স অপটিক্যাল জুম ও OIS সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 13R স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.