ওয়ানপ্লাস একটি দুর্দান্ত কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনতে চলেছে, যার নাম OnePlus 13T। সংস্থা ইতিমধ্যেই একে ‘স্মল-স্ক্রিন পাওয়ারহাউস’ স্লোগানের সাথে প্রচার শুরু করেছে। কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টর থাকা সত্ত্বেও উচ্চতর পারফরম্যান্স পাওয়া যাবে নতুন মডেলটিতে। এটি OnePlus 13 সিরিজের একটি নতুন সংযোজন, যা প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরি হয়েছে। এখন অফিসিয়াল লঞ্চের আগেই স্নার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ফাঁস হয়েছে।
কোম্পানির প্রেসিডেন্ট লুই জি ওয়েইবোতে (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) নিশ্চিত করেছেন, ওয়ানপ্লাস ১৩টি স্মার্টফোনে ৬,০০০+ এমএএইচ গ্লেসিয়ার ব্যাটারি থাকবে। বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের সাম্প্রতিক পোস্ট অনুযায়ী, এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,২০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকবে। ওয়ানপ্লাস ১৩টি একমাত্র ফোন যার স্ক্রিনের আকার ছোট হলেও ব্যাটারি বড়।
রিপোর্ট অনুসারে, ওয়ানপ্লাস ১৩টি একটি ৬.৩ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লের সাথে আসবে, যা ১.৫K রেজোলিউশন অফার করবে। এটি ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর চালিত সবথেকে সাশ্রয়ী মূল্যের ফোন হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি এই ফোনে গেমিং ইঞ্জিন রাখতে পারে। একটি সূত্র আনঅফিসিয়াল রেন্ডার প্রকাশ্যে আনলেও, আসল ডিজাইন এখনও অজানা থেকে গিয়েছে।
ওয়ানপ্লাসের এই কম্প্যাক্ট ফ্ল্যাগশিপের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ওআইএস সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকতে পারে। রেন্ডারে ডিভাইসটির পিছনে একজোড়া ক্যামেরাই দেখা গিয়েছে। তবে একটি অতিরিক্ত ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকার কথাও শোনা যাচ্ছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.