মুড়ি মুড়কির মতো বিক্রি হল OnePlus 13T স্মার্টফোন, ১০ মিনিটে বিক্রি ছাড়ালো ২৩০০ কোটি

OnePlus এর নতুন ফোন আসলেই বাজারে সাড়া ফেলে। এবারও তার ব্যতিক্রম হল না। সদ্য লঞ্চ হওয়া OnePlus 13T প্রথম সেলেই বিশাল সাড়া ফেলেছে। মাত্র ১০ মিনিটের মধ্যেই এই ফোনের বিক্রি ছাড়িয়ে গেছে ২০০ মিলিয়ন ইউয়ান, অর্থাৎ প্রায় ২৩০০ কোটি টাকা। এমন সেলস রেকর্ড দেখে বিস্মিত হয়েছেন কোম্পানির কর্মকর্তারাও।
ওয়ানপ্লাস এর প্রেসিডেন্ট লুইস লি এই প্রসঙ্গে জানিয়েছেন, প্রথম ১০ মিনিটে অভাবনীয় বিক্রির পর, মাত্র দুই ঘণ্টার মধ্যেই OnePlus 13T কোম্পানির একদিনের দিনের সেলস টার্গেট ছাড়িয়ে যায়। তিনি আরও বলেন, ৩,০০০ থেকে ৪,০০০ ইউয়ানের মধ্যে গত কয়েক বছরে যত স্মার্টফোন লঞ্চ হয়েছে, তার মধ্যে OnePlus 13T-ই সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিভাইস হয়ে উঠেছে।
OnePlus 13T-এর দাম এবং ভ্যারিয়েন্টও ক্রেতাদের আকর্ষণের বড় কারণ। সরকারি ভর্তুকির পর ফোনটির প্রারম্ভিক মূল্য পড়ছে মাত্র ২,৮৯৯ ইউয়ান (প্রায় ৪০,০০০ টাকা)। এটি অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় প্রায় ৮০০ ইউয়ান সস্তা।
OnePlus 13T এর স্পেসিফিকেশন ও ফিচার
ওয়ানপ্লাস ১৩টি ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৩২ ইঞ্চি 1.5K OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৪,৫০০ নিটস। এটা অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬২৬০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য OnePlus 13T ডিভাইসে আছে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX906 সেন্সর, ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল ২x। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এটি ব্ল্যাক ভেলভেট ও পিঙ্ক স্যাটিন কালার অপশনে এসেছে।