ওয়ানপ্লাস খুব শীঘ্রই বাজারে নিয়ে আসছে তাদের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস OnePlus 13T। গত কয়েকমাস ধরে ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। অনুমান করা হচ্ছে, কোম্পানি চলতি এপ্রিল মাসেই এই স্মার্টফোনের উপর থেকে পর্দা সরাবে। তার আগে এর প্রথম ঝলক এবং কিছু ছবি অনলাইনে ফাঁস হয়েছে। আসুন OnePlus 13T সম্পর্কে কি কি তথ্য সামনে এল দেখে নেওয়া যাক।
টিপস্টার অভিষেক যাদব সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ OnePlus 13T-এর দুটি ছবি শেয়ার করেছেন। যেখান থেকে স্পষ্ট, ফোনটি দুটি কালার অপশনে বাজারে আসতে পারে এবং এতে থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রিমিয়াম লুকের জন্য এর কর্নারগুলি থাকবে রাউন্ড এজ ডিজাইনের।
ওয়ানপ্লাস ১৩টি ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৩ ইঞ্চি 1.5K OLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৬০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এটি LPDDR5X র্যাম ও ইউএফএস ৪.০ স্টোরেজ সহ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে।
ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস ১৩টি স্মার্টফোনে থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে থাকবে ৫০ মেগাপিক্সেল Sony LYT700 প্রাইমারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল Samsung JN5 2x টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
OnePlus 13T ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। এতে মেটাল ফ্রেম এবং অ্যালার্ট স্লাইডারের পরিবর্তে নতুন অ্যাকশন বাটন থাকবে। এছাড়া ডিভাইসটি IP68/69 রেটিংসহ আসবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.