মোবাইল

জোড়া ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজার কাঁপাতে আসছে ওয়ানপ্লাস ১৩টি, ছবি সহ ফিচার ফাঁস

Published on:

OnePlus 13t rear panel camera design image leaked ahead of launch

ওয়ানপ্লাস এর নতুন ফোন শীঘ্রই বাজারে হৈচৈ ফেলতে চলেছে। আমরা কথা বলছি OnePlus 13T নিয়ে। সম্প্রতি এর ডিজাইন সামনে এসেছে। জানা গেছে, আগামী মাসে বাজারে আসছে স্ন্যাপড্রাগন ৮ এলিট-পাওয়ার্ড এই কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন। ডিভাইসের নতুন ছবিগুলি চীনের সোশ্যাল মিডিয়া সাইট উইবোতে ফাঁস করা হয়েছে। আসুন স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।

OnePlus 13T এর ডিজাইন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি একটি উইবো পোস্টে ওয়ানপ্লাস ১৩টি ফোনের ছবি শেয়ার করেছেন। ছবিতে আসন্ন ডিভাইসটি দেখতে ওয়ানপ্লাস ১৩ এর মতো। স্মার্টফোনটির ব্যাক প্যানেলের ডিজাইন পরিষ্কার ভাবে দেখা গেছে।

ফাঁস হওয়া ছবি অনুযায়ী, এতে দুটি উল্লম্ব পজিশনে ক্যামেরা সেন্সর সহ বর্গাকার ক্যামেরা আইল্যান্ড দেখা যেতে পারে, যার কোণগুলি কার্ভড হবে। এর সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ এবং একটি অজানা সেন্সর দেওয়া হবে। রিপোর্টে দাবি করা হয়েছে যে ১৩টি মডেলে ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল (টেলিফটো) ডুয়েল-ক্যামেরা সিস্টেম থাকবে।

আবার ওয়ানপ্লাস ১৩টি ডিভাইসে ৬.৩১ ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকবে, যা ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং শর্ট-ফোকাস ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে। এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬২০০এমএএইচ ব্যাটারি থাকবে। ফোনটি মেটাল ফ্রেম এবং গ্লাস ব্যাক সহ এসেছে।