চলতি মাসেই বাজারে আসতে চলেছে OnePlus 13T। ২০২২ সালের পর ফের T সিরিজের ফোন আনতে চলেছে ব্র্যান্ডটি। লঞ্চের আগে ইতিমধ্যেই সংস্থার তরফে জানানো হয়েছে যে, এই ডিভাইসে ৬০০০ এমএএইচ বা তার বেশি ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে। আজ আবার OnePlus 13T ডিভাইসকে MIIT সার্টিফিকেশন সাইট ও AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে খুঁজে পাওয়া গেছে। এখান থেকে স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
ওয়ানপ্লাস ১৩টি ফোনটি MIIT সার্টিফিকেশন সাইটে PKX110 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এই একই মডেল নম্বর সহ ডিভাইসটিকে এর আগে 3C সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গিয়েছিল। জানা গেছে এতে 5G, 4G LTE ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম থাকবে।
আবার AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ওয়ানপ্লাস ১৩টি ফোনটি ৩,০০৬,৯১৩ স্কোর করেছে। এটি ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে অ্যাড্রনো ৮৩০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ আসবে।
ওয়ানপ্লাস ১৩টি স্মার্টফোনে ৬.৩১ ইঞ্চি ১.৫কে ওএলইডি ডিসপ্লে থাকতে পারে। এতে ৬২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ক্যামেরার কথা বললে, এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল ২এক্স টেলিফটো লেন্স পাওয়া যেতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.