ওয়ানপ্লাস তাদের নম্বর সিরিজের পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইসটি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি কোম্পানির তরফে একাধিক টিজার প্রকাশ করে OnePlus 15 এর ডিজাইন এবং লঞ্চের তারিখ সামনে আনা হয়েছে। ওয়েইবো প্ল্যাটফর্মে শেয়ার করা ছবিগুলিতে OnePlus 15-কে স্লিম বেজেল, ফ্ল্যাট ডিসপ্লে এবং রিডিজাইন করা বর্গাকার আকৃতির ক্যামেরা মডিউল সহ দেখা গেছে। আসুন এই টিজারগুলি থেকে কি কি তথ্য উঠে এসেছে জেনে নেওয়া যাক।
লেটেস্ট টিজারগুলির মধ্যে একটিতে দেখা গেছে যে, ওয়ানপ্লাস ১৫ ফোনের লক স্ক্রিনটি ২৭ অক্টোবর সেট করা হয়েছে। এটি আগের রিপোর্টগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বলা হয়েছিল যে ফোনটি অক্টোবরের শেষের দিকে চীনে লঞ্চ হতে পারে। আর তারপরে নভেম্বরে এটিকে গ্লোবাল মার্কেটে নিয়ে আসা হবে।
OnePlus 15 ডিভাইসে ১.১৫ মিলিমিটারের ইউনিফর্ম বেজেল সহ ৬.৭৮ ইঞ্চির বিওই এক্স৩ (BOE X3) ওরিয়েন্টাল অ্যামোলেড প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। ফলে হ্যান্ডসেটটি Xiaomi 17 এর ১.১৮ মিলিমিটারের ফ্রেমের চেয়েও সরু হবে। স্ক্রিনটি ১.৫কে রেজোলিউশন এবং ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর ব্যবহার করা হবে। আবার এতে কল অফ ডিউটি (Call of Duty Mobile) এবং ডেলটা ফোর্স (Delta Force)-এর মতো গেমগুলি ১৬৫ ফ্রেম পার সেকেন্ড হারে চালানো যাবে।
ডিজাইনের ক্ষেত্রে, আসন্ন ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ মডেলে নতুন অ্যারোস্পেস-গ্রেড ন্যানো-সিরামিক মেটাল মিড-ফ্রেম ব্যবহার করা হয়েছে, যা অ্যালুমিনিয়ামের চেয়ে শক্তিশালী কিন্তু টাইটানিয়ামের চেয়ে হালকা বলে দাবি করা হচ্ছে। এতে উন্নত হিট ডিশিপেশন এবং ক্ষয় প্রতিরোধী আরও টেকসই ফিনিশ থাকবে বলে জানা গেছে। ফটোগ্রাফির জন্য ডিভাইসটির রিয়ার প্যানেলে ট্রিপল-লেন্স সেটআপ পাওয়া যাবে। ক্যামেরাগুলি বর্গাকার আইল্যান্ডের মধ্যে দেখা যাবে এবং এই ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো অন্তর্ভুক্ত থাকতে পারে।
এছাড়াও জানা গেছে যে, OnePlus 15 হ্যান্ডসেটে ৭,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। চীনে ফোনটি ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪২,৪২৫ টাকা) মূল্যে লঞ্চ হতে পারে, যা এর পূর্বসূরি OnePlus 13-এর লঞ্চ প্রাইসের তুলনায় কম।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.