মোবাইল

OnePlus 15: ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের ফোন লঞ্চ হল, রয়েছে দুর্দান্ত ক্যামেরা

বৃহস্পতিবার ভারতে লঞ্চ হল OnePlus 15 ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই হ্যান্ডসেটটি OnePlus 15 এর উত্তরসূরি হিসেবে এসেছে। ডিভাইসটির দাম শুরু হয়েছে ৭২,৯৯৯ টাকা থেকে। OnePlus 15 হল ভারতের প্রথম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর চালিত ফোন। এতে ১৬৫ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে উপস্থিত। সাথে রয়েছে ৭৩০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি। এছাড়া ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট পাওয়া যাবে।

OnePlus 15 এর ভারতে দাম ও সেলের তারিখ

OnePlus 15 এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭২,৯৯৯ টাকা। আর ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৭৯,৯৯৯ টাকা। তবে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা ৪,০০০ টাকা ছাড় পাবেন।

ওয়ানপ্লাস ১৫ আজ ভারতীয় সময় রাত ৮ টায় কেনা যাবে। ফোনটি কোম্পানির অনলাইন স্টোর এবং অ্যামাজন থেকে পাওয়া যাবে। এট ইনফিনিট ব্ল্যাক, স্যান্ড স্টর্ম এবং আল্ট্রা ভায়োলেট কালার অপশনে এসেছে।

OnePlus 15 এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের OnePlus 15 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অক্সিজেনওএস ১৬ কাস্টম স্কিনে চলে। এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস (১২৭২x২৭৭২ পিক্সেল) amoled ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ পর্যন্ত, অ্যাসপেক্ট রেশিও ২০:৯, সর্বোচ্চ ব্রাইটনেস ১,৮০০ নিট। গেমিংয়ের জন্য এতে আই কমফোর্ট, মোশন কিউ, আই কমফোর্ট রিমাইন্ডার এবং রিডুস হোয়াইট পয়েন্ট রয়েছে।

পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে অ্যাড্রেনো ৮৪০ জিপিইউ সহ অক্টা কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি ১৬ জিবি পর্যন্ত lpddr5x ultra+ র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ufs 4.1 ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। এটি প্লাস মাইন্ড, গুগলের জেমিনি এআই, এআই রেকর্ডার, এআই পোর্ট্রেট গ্লো, এআই স্ক্যান এবং এআই প্লেল্যাবের মতো বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য OnePlus 15 স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যা ডিটেলম্যাক্স ইমেজ ইঞ্জিন দ্বারা চালিত। এতে ২৪ মিমি ফোকাল লেন্থ, অটোফোকাস এবং ৮৪-ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৫০-মেগাপিক্সেল (এফ/১.৮) sony imx906 প্রাইমারি ক্যামেরা রয়েছে। সাথে মিলবে ৫০ মেগাপিক্সেল স্যামসাং jn5 টেলিফটো ক্যামেরা, যা ৩.৫x অপটিক্যাল জুম এবং ৭x অপটিক্যাল কোয়ালিটি জুম সাপোর্ট করবে, আর ৮০ মিমি ফোকাল লেন্থ, ৩০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং অটোফোকাস রয়েছে। তৃতীয় লেন্সটি ৫০ মেগাপিক্সেল ov50d আল্ট্রাওয়াইড ক্যামেরা।

OnePlus 15 এর সামনে ৩২ মেগাপিক্সেল sony imx709 সেলফি ক্যামেরা পাওয়া যাবে। নতুন এই ওয়ানপ্লাস হ্যান্ডসেটের পিছনের ক্যামেরাগুলি ৮কে রেজোলিউশনের ভিডিও সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, হ্যান্ডসেটে ইন-ডিসপ্লে আল্ট্রাসাউন্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ। ফোনটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য ip66+ip68+ip69+ip69k রেটিং সহ এসেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 15 স্মার্টফোনে ১২০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭৩০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করেছে যে এর ব্যাটারি প্রায় ৩৯ মিনিটের মধ্যে ০ শতাংশ থেকে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।

Tech Gup Desk

Recent Posts

Vivo V70 লঞ্চের আগে উপস্থিত Geekbench প্ল্যাটফর্মে, 8 জিবি র‌্যাম সহ থাকবে Snapdragon প্রসেসর

আগামী বছরের অর্থাৎ ২০২৬ সালের শুরুতে বাজারে আসবে Vivo V70 সিরিজ। যদিও কোম্পানির তরফে এখনও…

24 minutes ago

Oppo Reno 14F 5G Star Wars Edition আগামীকাল লঞ্চ হচ্ছে, বিশেষ থিম সহ থাকবে নতুন ডিজাইন

Oppo Reno 14F 5G Star Wars Edition নভেম্বরের মাঝামাঝি সময়ে মেক্সিকোতে লঞ্চ হতে চলেছে। এটি…

3 hours ago

16 জিবি র‌্যাম সহ আসছে Motorola Edge 70 Ultra, থাকবে নতুন স্ন্যাপড্রাগন প্রসেসর

Motorola Edge 50 Ultra এর উত্তরসূরি হিসেবে শীঘ্রই বাজারে আসছে Motorola Edge 70 Ultra। যদিও…

15 hours ago

Oppo Reno 15 Pro ও Oppo Reno 15 ফোনের প্রসেসর সহ র‌্যাম লঞ্চের আগেই প্রকাশ্যে

১৭ নভেম্বর চীনে লঞ্চ হতে চলেছে Oppo Reno 15 সিরিজ। তার আগে কোম্পানির তরফে ধীরে…

2 days ago

ZTE Blade V80 Vita ফোনের ছবি ফাঁস হতেই হইচই, দেখতে iPhone 17 Pro এর মতো

ZTE তাদের Blade স্মার্টফোন লাইনআপে নতুন মডেল হিসেবে ZTE Blade V80 Vita যুক্ত করতে চলেছে।…

2 days ago

অ্যান্ড্রয়েড ফোনকে টেক্কা দিতে iPhone 20 সিরিজে থাকবে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা

অ্যাপল গত সেপ্টেম্বরে iPhone 17 লাইনআপ লঞ্চ করেছে। এই সিরিজে আছে iPhone 17, iPhone 17…

2 days ago

This website uses cookies.