OnePlus 15 ও OnePlus Ace 6 নিয়ে বড় ঘোষণা আজ, সেরা ক্যামেরা সহ থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর

চীনের OnePlus 15 স্মার্টফোনটি শীঘ্রই লঞ্চ হতে চলছে। এমাসের শেষের দিকে OnePlus Ace 6 এর সাথে চীনে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। তার আগে ওয়ানপ্লাস আজ সোশ্যাল মিডিয়ায় এই লঞ্চ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য শেয়ার করেছে। ইতিমধ্যেই জানা গেছে যে OnePlus 15 ফোনটি কোয়ালকম এর লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট দ্বারা চালিত হবে। এছাড়া ব্র্যান্ড আসন্ন এই হ্যান্ডসেটের আরও কয়েকটি স্পেসিফিকেশন প্রকাশ করেছে। এটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ কাস্টম স্কিনে চলবে। এদিকে OnePlus Ace 6 সম্ভবত চীনের বাজারেই সীমাবদ্ধ থাকবে, তবে OnePlus 15 ভারত সহ বিশ্বের অন্যান্য বাজারেও পাওয়া যাবে।
OnePlus Ace 6 লঞ্চের আগেই কোম্পানির ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে
ওয়ানপ্লাস তাদের সাম্প্রতিক একটি ওয়েইবো পোস্টে নিশ্চিত করেছে যে, আজ (১৭ অক্টোবর) চীনে OnePlus 15 এবং OnePlus Ace 6 এর উপর থেকে পর্দা সরানো হবে। তবে মনে করা হচ্ছে, কোম্পানি ডিভাইস দুটিকে আজ লঞ্চ করবে না, বরং এদের বিষয়ে ঘোষণা করতে পারে। অন্যদিকে, OnePlus Ace 6 বর্তমানে কোম্পানির চীনা ওয়েবসাইটে ‘ কামিং সুন” ট্যাগ সহ তালিকাভুক্ত হয়েছে, আর OnePlus 15 প্রি-রিজার্ভেশনের জন্য উপলব্ধ।
OnePlus 15 ও OnePlus Ace 6 স্পেসিফিকেশন (সম্ভাব্য)
OnePlus 15 ইতিমধ্যেই ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট এবং ১.৫কে রেজোলিউশন সহ ওএলইডি ডিসপ্লে অফার করবে বলে জানা গেছে। কোম্পানি তাদের আসন্ন ফ্ল্যাগশিপের জন্য একটি তৃতীয় প্রজন্মের বিওই নির্মিত ওরিয়েন্টাল স্ক্রিন ব্যবহার করবে, যার চার পাশে ১.১৫ মিলিমিটারের সরু বেজেল থাকবে। পূর্বসূরি OnePlus 13 এর স্ক্রিনের তুলনায় এই ডিসপ্লেটি ১০ শতাংশ কম পাওয়ার খরচ এবং ৩০ শতাংশ আয়ু বৃদ্ধি করবে বলে দাবি করেছে।
আসন্ন OnePlus 15 ফোনটি অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক কালারওএস ১৬ কাস্টম স্কিনে চলবে। উন্নত পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট এবং এর একটি কালার অপশন হবে অরিজিনাল ডিউন।
ক্যামেরা সেগমেন্টে, OnePlus 15 ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে বলে মনে করা হচ্ছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর, ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং ৩x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স অন্তর্ভুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৭,৩০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকতে পারে যা ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। হ্যান্ডসেটটি ৬.৭ ইঞ্চির স্ক্রিন এবং আইপি৬৮-রেটেড বিল্ড সহ আসবে বলে জানা গেছে।
অন্যদিকে, OnePlus Ace 6 ফোনে ১.৫কে রেজোলিউশন সহ ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে থাকবে বলে শোনা যাচ্ছে। এটি সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ১ টেরাবাইট স্টোরেজ অফার করতে পারে। ডিভাইসটিতে থাকতে পারে ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৭,৮০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। হ্যান্ডসেটটিতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলেও জানা গেছে।