OnePlus এখন পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কাজ করছে। যদিও সংস্থার তরফে এই ডিভাইসটি নিয়ে কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি ইন্টারনেটে একটি ছবি ভাইরাল হয়েছে, যাকে OnePlus 15T বলে দাবি করা হচ্ছে। এই ছবিতে ফোনের সামনের প্যানেল দেখা গেছে। আর এই ছবি থেকে স্পষ্ট যে, স্মার্টফোনটি ছোট স্ক্রিন আর কমপ্যাক্ট ডিজাইন সহ আসবে। এতে ফ্লাট ডিসপ্লে থাকবে, ডিজাইন অনেকটা কয়েক বছর আগের আইফোনের কথা মনে করাবে।
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই তুলনামূলক ছোট ও শক্তিশালী ফ্ল্যাগশিপ ফোন আনার প্রতি আগ্রহ দেখাচ্ছে ব্র্যান্ডগুলি। Xiaomi, Vivo-সহ একাধিক ব্র্যান্ড এই ট্রেন্ডে যোগ দিয়েছে, এবার সেই দলে নাম লেখাতে চলেছে OnePlus। উইবো-তে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চারটি ছোট আকৃতির ফোনের ছবি শেয়ার করেছেন, যার মধ্যে একটিকে তিনি OnePlus 15T বলে দাবি করেছেন।
যদিও ডিভাইসটি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, তবে টিপস্টারের দাবি মেনে নিলে, এটি OnePlus 13T-এর উত্তরসূরি হতে পারে (আন্তর্জাতিক বাজারে OnePlus 13s)। প্রসঙ্গত, OnePlus 13T-ই ছিল কোম্পানির প্রথম কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন, সুতরাং 15T এর যোগ্য উত্তরসূরি হতে পারে।
আপাতত এর শুধু সামনের দিকের ঝলক দেখা গেছে। তবে পিছনের ডিজাইন, ক্যামেরা সেটআপ বা স্পেসিফিকেশন কিছুই নিশ্চিত নয়। এই প্রথম ডিভাইসটি সম্পর্কে জানা গেল। ফলে এই ছবি কতটা সত্যি তা নিয়ে সংশয় থাকা স্বাভাবিক।
ডিজিটাল চ্যাট স্টেশন আরও বলেছেন, শীঘ্রই বাজারে আরও কয়েকটি কমপ্যাক্ট ডিজাইনের ফোন আসতে চলেছে, এর মধ্যে উল্লেখযোগ্য Xiaomi 16 সিরিজ ও Vivo X300 লাইনআপ। এই ডিভাইসগুলিতে ৬,০০০ থেকে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। এর সাথে পাওয়া যেতে পারে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ওয়্যারলেস চার্জিংয়ের মতো ফিচার।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.