OnePlus 15T কবে লঞ্চ হবে? থাকবে Snapdragon 8 Elite Gen 5 চিপ ও 7000mAh ব্যাটারি

OnePlus তাদের স্মার্টফোন লাইনআপে আরও একটি নতুন মডেল যোগ করতে চলেছে। আসন্ন এই ডিভাইসটির নাম OnePlus 15T। এটি বাজারে বিদ্যমান OnePlus 15 ও OnePlus 15R এর পাশাপাশি জায়গা করে নেবে। যদিও কোম্পানির তরফে এখনো এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন রিপোর্ট থেকে প্রায় প্রতিদিন ফোনটি সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে আসছে।
OnePlus 15T এর লঞ্চের সময়
চীনের জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি উইবোতে জানিয়েছেন, OnePlus 15R মার্চ মাসের মাঝামাঝি বা শেষের দিকে লঞ্চ হতে পারে। আগের মডেলের তুলনায় এটি প্রায় এক মাস আগেই বাজারে আসছে। মনে রাখা দরকার, OnePlus 13T চীনে লঞ্চ হয়েছিল ২০২৫ সালের এপ্রিলে। সেই হিসেবে উত্তরসূরি মডেলটি কিছুটা আগে আসবে।
টিপস্টারের দাবি অনুযায়ী, OnePlus 15T হতে পারে একটি কমপ্যাক্ট “ছোট স্ক্রিন” ফ্ল্যাগশিপ ফোন। এতে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর। একই চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে OnePlus 15-এর মতো শীর্ষ মডেলেও।
ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.৩১ ইঞ্চি ফ্ল্যাট OLED স্ক্রিন, যার রেজোলিউশন হবে ১.৫কে। চারদিকেই সমান এবং পাতলা বেজেল থাকবে। এটি হিলিং হোয়াইট চকলেট, রিল্যাক্সিং ম্যাচা এবং পিওর কোকোয়া কালার অপশনে আসবে।
OnePlus 15T হ্যান্ডসেটটি ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ১ টিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে ওয়্যারলেস চার্জিং, 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং টেলিফটো লেন্স থাকবে। এতে IP69 রেটিং থাকবে, যা ধুলো ও জল প্রতিরোধ করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 15T মডেলে দেওয়া হবে ৭০০০ এমএএইচ এর বেশি ক্যাপাসিটির ব্যাটারি। এর ওজন আনুমানিক ১৯৪ গ্রাম থাকতে পারে।

