সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus 13T ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এর পরপরই ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট লি জিয়ে ঘোষণা করেছেন যে, তারা আগামী মে মাসে Ace ব্র্যান্ডের একাধিক নতুন ডিভাইস বাজারে আনবে। আশা করা হচ্ছে এই ডিভাইসগুলো হবে Ace 5 সিরিজের, যার মধ্যে থাকবে OnePlus Ace 5s, OnePlus Ace 5 Supreme Edition এবং OnePlus Ace 5 Racing Edition। এরমধ্যে শেষ দুটি মডেল সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করেছেন টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন। আসুন তিনি কি কি জানিয়েছেন দেখে নেওয়া যাক।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ওয়ানপ্লাস এস ৫ রেসিং এডিশন হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই চিপসেটের সাথে আসা প্রথম স্মার্টফোন। এই চিপসেট ডাইমেনসিটি ৯৩০০ প্লাস এর একটি আপগ্রেডেড ভার্সন হবে। বিশেষ করে গেমারদের জন্য আনা এই ফোনে ওয়ানপ্লাসের নিজস্ব Fengchi Gaming Kernel যুক্ত থাকবে বলে টিপস্টার জানিয়েছেন।
ডিজাইনের কথা বললে Ace 5 Racing Edition এর সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি OLED LTPS ফ্ল্যাট ডিসপ্লে। এতে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং সামনে থাকবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
অন্যদিকে, OnePlus Ace 5 Supreme Edition স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসরের সাথে আসবে। এটি মিডিয়াটেকের এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী চিপসেট হবে। ডিসপ্লে ও ব্যাটারি রেসিং এডিশনের মতো হতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.