মোবাইল

7000mAh ব্যাটারির দুর্দান্ত ফোন আনছে ওয়ানপ্লাস, পাওয়া যাবে স্ন্যাপড্রাগন কে টেক্কা দেওয়া প্রসেসর

Published on:

OnePlus Ace 5V to come mediatek Dimensity 9350 processor 7000mah battery

নতুন বছরে অনেকগুলি স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে ওয়ানপ্লাস। এর মধ্যে একটি ডিভাইস হবে OnePlus Ace 5V। এটি গত বছরের মার্চ মাসে লঞ্চ হওয়া OnePlus Ace 3V এর উত্তরসূরি হিসাবে লঞ্চ হবে। ব্র্যান্ডটি এখনও ডিভাইসটি সম্পর্কে কিছু না বললেও, বিভিন্ন রিপোর্ট থেকে এর সম্পর্কে তথ্য সামনে আসতে শুরু করেছে‌। জনপ্রিয় এক টিপস্টার আজ OnePlus Ace 5V এর স্পেসিফিকেশন শেয়ার করেছেন। উল্লেখ্য, গত মাসে চীনে ওয়ানপ্লাস স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট সহ OnePlus Ace 5 Pro এবং OnePlus Ace 5 লঞ্চ করেছিল। আবার ব্র্যান্ডটি ভারতে আগামী 7 জানুয়ারি ওয়ানপ্লাস 13 সিরিজের উপর থেকে পর্দা সরাতে চলেছে।

OnePlus Ace 5V এর ফাঁস হওয়া ফিচার

চীনের সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, ওয়ানপ্লাস এস 5V মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি 9350 চিপসেট ব্যবহার করা হবে। টিপস্টার জানান, এই মিডিয়াটেক চিপসেটকে “ডাইমেনসিটি 9300++” বলা হতেও পারে। এটি বর্তমান মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 চিপসেটের আপগ্রেড ভার্সন হবে।

WhatsApp Community Join Now

টিপস্টারের মতে, মিডিয়াটেকের ডাইমেনসিটি 9350 বা ডাইমেনসিটি 9300++ চিপসেট সম্ভবত কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8S এলিট চিপসেটের সাথে সরাসরি প্রতিযোগিতা করবে।

এদিকে ওয়ানপ্লাস এস 5V মডেলে পাওয়া যাবে 1.5K ফ্ল্যাট ডিসপ্লে সহ সরু বেজেল। এর ব্যাটারি ক্যাপাসিটি 7000mAh বা তার বেশি থাকবে। উল্লেখ্য, ওয়ানপ্লাস এস 3V ডিভাইসটি 5500mAh ব্যাটারি সহ এসেছিল। এছাড়া রয়েছে স্ন্যাপড্রাগন 7+ জেন 3 চিপসেট এবং ফুল এইচডি প্লাস রেজোলিউশন সহ AMOLED ডিসপ্লে।

আবার ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কালারওএস 14 কাস্টম স্কিনে চলে। এর 12 জিবি র‌্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল 1,999 ইউয়ান (প্রায় 23,000 টাকা)। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 16 মেগাপিক্সেল সেলফি পাওয়া যাবে। এটি 100W সুপারভুক চার্জিং সাপোর্ট ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ এসেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন