সোমবার চীনে লঞ্চ হল OnePlus Ace 6 স্মার্টফোন। এটি OnePlus Ace 5 এর উত্তরসূরী হিসেবে বাজারে এসেছে। ডিভাইসটি ভারত সহ গ্লোবাল মার্কেটে OnePlus 15R নামে আসবে। এই ফোনে আছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর দ্বারা চালিত। এই একই প্রসেসর OnePlus 13 মডেলেও ছিল। এছাড়া OnePlus Ace 6 মডেলে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, অ্যামোলেড ডিসপ্লে, ৭৮০০ এমএএইচ ব্যাটারি। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
OnePlus Ace 6 এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩২,৩০০ টাকা)। আবার এর ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ২,৮৯৯ ইউয়ান (প্রায় ৩৬,০০০ টাকা), ৩,০৯৯ ইউয়ান (প্রায় ৩৮,৮০০ টাকা) এবং ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৪২,২০০ টাকা)। এছাড়া ১৬ জিবি র্যাম এবং ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৩,৮৯৯ ইউয়ান (প্রায় ৪৮,৪০০ টাকা)।
এটি ৩০ অক্টোবর থেকে কুইকসিলভার, ফ্ল্যাশ হোয়াইট এবং ব্ল্যাক (চীনা থেকে অনুবাদিত) কালার অপশন সহ ওপ্পো ই-শপ, জেডিমল এবং কোম্পানির অন্যান্য অনলাইন স্টোর থেকে কেনা যাবে।
ডুয়াল-সিম সহ আসা OnePlus Ace 6 ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ কাস্টম স্কিনে চলবে। এতে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে (১২৭২ x ২৮০০ পিক্সেল) ফ্ল্যাট অ্যামোলেড স্ক্রিন আছে যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ পর্যন্ত এবং পিক ব্রাইটনেস লেভেল ৫,০০০ নিট। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে 3D ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত।
পারফরম্যান্সের জন্য OnePlus Ace 6 হ্যান্ডসেটে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে ১৬ জিবি পর্যন্ত LPDDR5X আল্ট্রা র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.১ অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এতে G2 গেমিং চিপও রয়েছে।
ক্যামেরার কথা বললে, OnePlus Ace 6 ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে রয়েছে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।
এই ওয়ানপ্লাস মডেলে মেটাল ফ্রেম রয়েছে। আর ধুলো ও জল প্রতিরোধী জন্য এতে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং পাওয়া যাবে। এই স্মার্টফোনে Plus কী আছে, যা রিং মোডগুলির মধ্যে স্যুইচ করতে ব্যবহার করা যাবে। এটি কাস্টমাইজযোগ্য এবং ক্যামেরা ওপেন, অন-স্ক্রিন টেক্সট অনুবাদ করার জন্যেও একে ব্যবহার করতে পারবেন।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Ace 6 মডেলে ৭৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে ১৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট থাকলেও ওয়্যারলেস চার্জিংয়ের ব্যবস্থা নেই।
সোমবার চীনে লঞ্চ হল OnePlus 15 স্মার্টফোন। হ্যান্ডসেটটি গত বছরের OnePlus 13 এর উত্তরসূরি হিসেবে…
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
This website uses cookies.