পারফরম্যান্স হবে আরও জোরদার, OnePlus Ace সিরিজের ফোনে এল নতুন আপডেট

OnePlus সম্প্রতি Ace সিরিজের স্মার্টফোনগুলির জন্য নতুন সফটওয়্যার আপডেট নিয়ে এসেছে। আপাতত OnePlus Ace Pro মডেলটি ColorOS 15.0.0.700 আপডেট পেয়েছে। নতুন এই আপডেটে ডিভাইসের পারফরম্যান্স উন্নত হবে। এর সাথে কার কানেক্টিভিটি সহ বেশ কিছু ফিচার যুক্ত হবে।

তবে OnePlus Ace Pro ফোনে আসা ColorOS 15.0.0.700 আপডেটের সবচেয়ে আকর্ষণীয় দিক হল, ডিভাইসটি ওয়ান-ট্যাপ অপশন ফিচার পাবে, যার মাধ্যমে সব অ্যাপের অ্যাড ট্র্যাকিং পারমিশন একসাথে বন্ধ করা যাবে। ব্যবহারকারীদের তথ্য নিরাপদে থাকবে। এছাড়া পারমিশন ম্যানেজমেন্ট প্যানেল নতুনভাবে ডিজাইন করা হয়েছে। এখন এখানে “Deny All” অপশনের মাধ্যমে লোকেশন, মাইক্রোফোন এবং স্টোরেজের মতো গুরুত্বপূর্ণ তথ্যের অনুমোদন এক ক্লিকে বন্ধ করা যাবে।

নতুন আপডেটে কার কানেক্টিভিটি ফিচারও এসেছে। এরফলে ICCOA সাপোর্টের গাড়িগুলিতে মোবাইল অ্যাপ সরাসরি গাড়ির স্ক্রিনে কাস্ট করা যাবে। এছাড়া ইউআই-তেও নানা রকমের পরিবর্তন দেখা যাবে। এখন ব্যবহারকারীরা স্প্লিট-স্ক্রিন শর্টকাটের নাম পরিবর্তন করতে পারবেন, ফোল্ডার রিসাইজ করা যাবে।

প্রো মডেল ছাড়াও OnePlus Ace 2V ফোনে ColorOS 15.0.0.701 আপডেট এসেছে। এই আপডেট মূলত সিস্টেম স্টেবিলিটি এবং ক্যামেরার কর্মক্ষমতা বাড়াবে। ফলে ডিভাইসটি আরও দ্রুত এবং নির্ভরযোগ্য ব্যবহারের অভিজ্ঞতা দেবে।