OnePlus Freedom Sale 2026: ১২০০০ টাকা পর্যন্ত ছাড়ে OnePlus স্মার্টফোন

ভারতে শুরু হচ্ছে OnePlus Freedom Sale। আজ ১৬ জানুয়ারি ২০২৬ থেকে এই সেল লাইভ হবে। আর এই সেলে আপনার সামনে নতুন ফোন কেনার সেরা সুযোগ থাকবে। আসলে ৭৭তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে OnePlus এই সেলে ফ্ল্যাগশিপ, মিড-প্রিমিয়াম এবং নর্ড সিরিজে বাম্পার ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। কোম্পানির তরফে বলা হয়েছে মোট সাতটি স্মার্টফোনে সর্বোচ্চ ১২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সঙ্গে মিলবে ব্যাঙ্ক অফার, নো-কস্ট ইএমআই এবং কিছু ক্ষেত্রে ফ্রি অ্যাক্সেসরিজ।

OnePlus Freedom Sale এর বিভিন্ন অফার

ওয়ানপ্লাস ফ্রিডম সেলের অফার oneplus.in, Amazon, OnePlus Experience Store এবং Reliance Digital, Croma, Vijay Sales-এর মতো অফলাইন স্টোরে পাওয়া যাবে।

এই সেলে ভারতের প্রথম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট চালিত ডিভাইস OnePlus 15 কম মূল্যে কেনা যাবে। Freedom Sale-এ এর দাম রাখা হয়েছে ৬৮,৯৯৯ টাকা। তবে ব্যাঙ্ক কার্ডে ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় এবং ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অফার পাওয়া যাবে। এছাড়া ক্রেতারা বিনামূল্যে OnePlus Nord Buds 3 পাবেন।

বাজেট কিছুটা কম থাকলে OnePlus 15R বেছে নিতে পারেন। স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর, মজবুত বিল্ড এবং IP66 থেকে IP69K পর্যন্ত রেটিং সহ আসা স্মার্টফোনটি ফ্রিডম সেলে ৪৪,৯৯৯ টাকায় বিক্রি হবে।

এদিকে অ্যামোলেড ডিসপ্লে, স্মুথ রিফ্রেশ রেট এবং ৫০ মেগাপিক্সেল Sony সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসা OnePlus 13 সেলের সময় ৫৭,৯৯৯ টাকায় তালিকাভুক্ত থাকবে। এর ওপর প্রায় ১২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

আবার OnePlus 13R এই সেলে কেনা যাবে ৩৭,৯৯৯ টাকায়। যেখানে OnePlus 13s বিক্রি হবে ৪৯,৯৯৯ টাকায়। এছাড়া OnePlus Nord 5 ৩০,৯৯৯ টাকায় পাওয়া যাবে। সঙ্গে দেওয়া হবে ফ্রি ম্যাগনেটিক কেস। আর Nord CE 5 কিনতে খরচ হবে ২২,৯৯৯ টাকা।