আপনি যদি ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে OnePlus ফোন কিনতে চান তাহলে অ্যামাজনে এখন দুর্দান্ত ডিল পাওয়া যাচ্ছে। এই দুর্দান্ত ডিলে OnePlus Nord 4 5G কম দামে বিক্রি হচ্ছে। এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন অ্যামাজন ইন্ডিয়ায় ২৮,৯৯৮ টাকা। আবার সীমিত সময়ের জন্য এর সাথে ৪,০০০ টাকা ফ্ল্যাট ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও OnePlus Nord 4 5G কিনলে ৮৭০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
শুধু তাই নয়, আপনার কাছে যদি পুরানো ফোন এক্সচেঞ্জ করার মতো থাকে, তাহলে ২২,৮০০ পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পাওয়া অতিরিক্ত ছাড় আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে। OnePlus Nord 4 5G মাত্র ২৮ মিনিটে ০ থেকে ১০০ শতাংশ চার্জ হয়। এতে চিত্তাকর্ষক ক্যামেরা সেটআপ এবং শক্তিশালী প্রসেসর পাওয়া যাবে।
OnePlus Nord 4 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি ফোনের সামনে ৬.৭৪ ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে যার রেজোলিউশন ২৭৭২x১২৪০ পিক্সেল। এই ডিসপ্লে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস লেভেল ২১৫০ নিট পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য, আছে ৫০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ।
আর সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি ডিভাইসে দেওয়া হয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সংস্থার দাবি, মাত্র ২৮ মিনিটে ডিভাইসের ব্যাটারি ০ থেকে ১০০ শতাংশ চার্জ করতে পারে এই চার্জিং প্রযুক্তি। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেন ওএস ১৪ কাস্টম স্কিনে চলে।