ওয়ানপ্লাসের অন্যতম সেরা বাজেট এবং একইসাথে প্রিমিয়াম স্মার্টফোন Nord 4। এই ফোনের তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। ৮ জিবি র্যাম + ১২৮ জিবি, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি, এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি। বেস মডেল অর্থাৎ ৮ জিবি র্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। টপ মডেলের দাম ৩৫,৯৯৯ টাকা। এই ফোনে মিলবে তিনটি রঙের বিকল্প – মার্কিউরিয়াল সিলভার, ওসিস গ্রিন এবং অবসিডিয়ান মিডনাইট।
OnePlus Nord 4 এর দাম ও অফার
ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনের বেস মডেলের দাম ২৯,৯৯৯ টাকা হলেও বর্তমান অ্যামাজনে এই ফোন ২৮,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। তার সঙ্গে রয়েছে ৪,০০০ টাকার ব্যাংক ছাড়। এর পাশাপাশি টপ মডেলটি ৩১,৯৯৮ টাকায় পাওয়া যাচ্ছে। এই মডেলেও রয়েছে ৪,০০০ টাকার ব্যাংক ছাড় অফার। অর্থাৎ সর্বশেষ ২৭,৯৯৯ টাকায় ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্ট কেনা যাবে। ডিভাইসটি মাসিক কিস্তিতে কেনা যাবে, সেক্ষেত্রে EMI শুরু হবে ১,৫৫১ টাকা থেকে।
OnePlus Nord 4 এর স্পেসিফিকেশন ও ফিচার
ওয়ানপ্লাস নর্ড ৪ স্মার্টফোনে আছে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে যার রেজোলিউশন ২৭৭২ x ১২৪০ পিক্সেল। কোম্পানির দাবি, এই ফোনের বেজেল অত্যন্ত পাতলা। রয়েছে ২০.১:৯ এর আসপেক্ট রেশিও এবং ১১০০ নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭+ জেনারেশন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। যা ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। যদিও এই স্টোরেজ ১ টিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে।
OnePlus Nord 4 ডিভাইসে রয়েছে ব্লুটুথ ৫.৪ এবং জিপিএস ফিচার। ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি লিটিয়া প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫,৫০০ এমএএইচ , যা ১০০ ওয়াট ক্ষমতার SUPERVOCC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর অপারেটিং সফ্টওয়্যার অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেনওএস ১৪।