ওয়ানপ্লাসের ভারতীয় ব্যবহারকারীদের জন্য সুখবর। চাইনিজ সংস্থাটি এদেশে উপলব্ধ OnePlus Nord 3 এবং Nord 4 মডেলে নতুন OxygenOS ইনক্রিমেন্টাল আপডেট দেওয়া শুরু করেছে। বর্তমানে শুধু ভারতে চালু হলেও শীঘ্রই অন্যান্য দেশগুলিতে আপডেটটির রোলআউট শুরু হবে বলে আশা করা যায়। নতুন এই আপডেট দুই স্মার্টফোনের সিস্টেমে স্টেবিলিটি এনেছে, বাগ ফিক্স করেছে, এবং জানুয়ারি ২০২৫ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ যুক্ত করেছে।
৯১মোবাইলসের রিপোর্ট অনুযায়ী, OnePlus Nord 4 এর আপডেট CPH2661_15.0.0.500 ফার্মওয়্যার ভার্সন এনেছে, যেখানে OnePlus Nord 3-এর ক্ষেত্রে ফার্মওয়্যার সংস্করণটি হল CPH2491_15.0.0.403। কোম্পানি সাফ জানিয়েছে, যে সব ব্যবহারকারী OxygenOS 15-এ ফোন আপগ্রেড করেছেন, নতুন আপডেটগুলি শুধুমাত্র তাঁদের জন্য উপলব্ধ। যারা আপগ্রেড করেননি, তাঁদের কাছে আপডেটটি শীঘ্রই পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে ওয়ানপ্লাস।
এই ওটিএ আপডেট ছোট ছোট ব্যাচে রোলআউট হচ্ছে। অর্থাৎ এগুলি প্রথমে অল্প সংখ্যক ইউজারের কাছে পৌঁছে যাবে। তারপর ধীরে ধীরে কয়েক দিনের মধ্যে সকলের জন্য উপলব্ধ হবে। জানিয়ে রাখি, Nord 4 মডেলটির জন্য OxygenOS 15.0.0.500 আপডেট টাচ টু শেয়ার বৈশিষ্ট্য যুক্ত করেছে। এছাড়া, অডিও সামারি, ডকুমেন্টস এআই, নোটস এআই এবং কল সামারির তো এআই ফিচার্সকে উন্নত করেছে।
অন্যদিকে, OxygenOS 15.0.0.403 আপডেট OnePlus Nord 3 ফোনের সিস্টেম আরও স্থিতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছে। এটি ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশনের নামও কিছু ভাষায় আপডেট করেছে৷ পাশাপাশি, নয়া আপডেট 2G এবং 3G নেটওয়ার্কে কল ফরওয়ার্ডিং এবং কল ওয়েটিং সংক্রান্ত সমস্যার সমাধান করতে চলেছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.