OnePlus ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। কোম্পানির পরবর্তী বড় সফটওয়্যার আপডেট OxygenOS 16 এখন ক্লোজড বিটা পর্যায়ে আছে। যদিও কোম্পানির তরফে এখনও এর লঞ্চের তারিখ জানানো হয়নি। তবে নতুন রিপোর্টে বলা হয়েছে যে, শীঘ্রই Nord 4 মডেলে এই আপডেট আসতে চলেছে। এমনকি সীমিত সংখ্যক OnePlus 13 ও 13S মডলে ইতিমধ্যেই বিটা টেস্টিং শুরু হয়েছে।
জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব এক্স প্ল্যাটফর্মে দাবি করেছেন, OnePlus Nord 4 স্মার্টফোনে আগস্ট ২০২৫ সিকিউরিটি প্যাচ ইনস্টল করার পর ‘ক্লোজড বিটা’ আবেদন করার অপশন দেখা যাচ্ছে। যদিও আগে এই ধরনের কোনো অপশন ছিল না। ফলে আশা করা যায় যে, শীঘ্রই এই মডেলে OxygenOS 16 টেস্টিং চালু হবে।
ওয়ানপ্লাস কমিউনিটি ফোরাম থেকে জানা গেছে, ওয়ানপ্লাস ১৩ ও ওয়ানপ্লাস ১৩এস স্মার্টফোনের নির্বাচিত ব্যবহারকারীদের জন্য OxygenOS 16 এর বিটা ভার্সন রোলআউট করা হয়েছে। মাত্র ৩০০ জন এই আপডেট পাবে। নতুন ভার্সনে কোনো বাগ বা সমস্যা আছে কিনা তা দেখতেই এই আপডেট আনা হয়েছে। নির্বাচিত ব্যবহারকারীরা কোনো সমস্যার কথা না জানালে সবার জন্য আপডেটটি আনা হবে।
ওয়ানপ্লাস এখনো নতুন সফটওয়্যার ভার্সনের লঞ্চের তারিখ জানায়নি। তবে যেহেতু ক্লোজড বিটা পোগ্রাম চালু হয়ে গেছে, সেক্ষেত্রে অক্টোবরে এর ওপেন বিটা টেস্টিং শুরু হতে পারে। এরপর নভেম্বরে আসতে পারে ফাইনাল বা স্টেবল ভার্সন।
অক্সিজেনওএস ১৬ কাস্টম স্কিনে নতুন উইজেট, আরও কাস্টমাইজেশনের সুযোগ, উন্নত ন্যাভিগেশন সিস্টেম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্ভর ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.