পারফরম্যান্স ও ব্যাটারি নিয়ে চিন্তা নেই, OnePlus Nord 5 ও Nord CE 5 বাজারে আসতেই সাড়া ফেলবে

ওয়ানপ্লাস এখন জনপ্রিয় Nord সিরিজের অধীনে দুইটি নতুন মডেল – OnePlus Nord 5 ও OnePlus Nord CE 5 নিয়ে কাজ করছে। সম্প্রতি এক জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার এই দুই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস করেছেন।টিপস্টারের মতে, OnePlus Nord 5 ও Nord CE 5-এর কোডনেম হতে পারে যথাক্রমে ‘Lexus’ ও ‘Honda’। দুটি ফোনেই থাকবে প্লাস্টিক বডি, তবে আলাদা ডিজাইন। আসুন ডিভাইস দুটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

OnePlus Nord 5 ও Nord CE 5 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টারের মতে ওয়ানপ্লাস নর্ড ৫ মডেলে থাকতে পারে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই প্রসেসর। অন্যদিকে, নর্ড সিই ৫ মডেলটি সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৩৫০ চিপসেট সহ আসবে। যদিও আগের একটি রিপোর্টে বলা হয়েছিল নর্ড সিই ৫ ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ বা ডাইমেনসিটি ৮৪০০ চিপ, কিন্তু টিপস্টার ভিন্ন তথ্য দিয়েছেন।

পাওয়ার ব্যাকআপের জন্য দুটি স্মার্টফোনে থাকবে ৭০০০ এমএএইচ ব্যাটারি। এর আগে বলা হয়েছিল নর্ড সিই ৫ মডেলে ৭১০০ এমএএইচ ব্যাটারির দেওয়া হবে, তবে এখন মনে হচ্ছে উভয় মডেলেই সমান ব্যাটারি থাকতে পারে।

OnePlus Nord 5 ও Nord CE 5 ডিভাইস দুটি মিড রেঞ্জে লঞ্চ হবে। এগুলি POCO F7 (আপকামিং), iQOO Neo 10R, Motorola Edge 60 Pro, এবং OPPO K13 Turbo এর মতো স্মার্টফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আসন্ন নর্ড সিরিজের প্রতিটি হ্যান্ডসেটে থাকবে আধুনিক প্রযুক্তি এবং দুর্দান্ত পারফরম্যান্স। তবে এই দুইটি ডিভাইস ভিন্ন ভিন্ন তারিখে বাজারে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।