ওয়ানপ্লাস অবশেষে তাদের পরবর্তী প্রজন্মের Nord সিরিজের ফোন এবং প্রিমিয়াম TWS ইয়ারবাডসের লঞ্চের দিন ঘোষণা করল। আগামী ৮ই জুলাই দুপুর ২টায় ভারতে লঞ্চ হবে OnePlus Nord 5, Nord CE 5 এবং OnePlus Buds 4 ডিভাইস তিনটি। ইতিমধ্যেই এদের সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। নর্ড সিরিজের উভয় স্মার্টফোনে থাকবে শক্তিশালী ব্যাটারি। অন্যদিকে Buds 4 আসবে দুটি কালার অপশনে। আসুন এদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ওয়ানপ্লাস নর্ড ৫ মূলত এস ৫ আল্ট্রা (Ace 5 Ultra)-এর গ্লোবাল ভার্সন, তবে কিছু বড় পরিবর্তনও দেখা যাবে। যেমন চীনা ভার্সনে যেখানে ছিল মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট, সেখানে ভারতে আসা নর্ড ৫ মডেলে থাকবে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর। ওয়ানপ্লাসের দাবি, এটাই তাদের সবচেয়ে দ্রুত Nord ফোন, যার মধ্যে দেওয়া হবে সবচেয়ে বড় ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম এবং ফ্রেম ইন্টারপোলেশনের সাহায্যে BGMI ও CODM-এ ১৪৪ এফপিএস গেমিং সাপোর্ট।
আবার Nord CE 5 মডেলটি Ace 5 Racing Edition-এর রিব্র্যান্ডেড গ্লোবাল ভার্সন হবে, কিন্তু নয়া মডেলে থাকবে ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট, যা চীনা ভার্সনে দেওয়া ডাইমেনসিটি ৯৪০০ই-এর থেকে কিছুটা কম শক্তিশালী। ব্যাটারির কথা বললে Nord 5 মডেলে পাওয়া যাবে ৬,৭০০ এমএএইচ বা ৭,০০০ এমএএইচ ব্যাটারি, আর CE 5 হ্যান্ডসেটে দেওয়া হবে ৭,১০০ এমএএইচ ব্যাটারি।
নর্ড সিরিজের সাথে ওয়ানপ্লাস বাডস ৪ ইয়ারবাডসও একই দিনে লঞ্চ হতে চলেছে। এতে থাকবে ডুয়াল DAC, ৬ মিমি টুইটার এবং ১১ মিমি উফার, যার ফলে প্রায় নিখুঁত অডিও কোয়ালিটি পাওয়া যাবে। এই ইয়ারবাডে LHDC 5.0, হাই-রেস অডিও ও ৩ডি স্প্যাশাল সাউন্ডের সাপোর্টও থাকছে। এটি দুটি কালার অপশনে পাওয়া যাবে – জেন গ্রীন এবং স্টর্ম গ্রে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.