OnePlus Nord 6 নিয়ে বড় আপডেট, দেখা গেল TDRA ও SIRIM ওয়েবসাইটে

মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে নতুন অতিথি নিয়ে হাজির হচ্ছে OnePlus। আপকামিং OnePlus Nord 6 ডিভাইস নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন চলছিল। এবার সেই জল্পনা আরও জোরালো হল, কারণ ফোনটিকে সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহির টেলিকমিউনিকেশনস অ্যান্ড ডিজিটাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি বা TDRA-র ওয়েবসাইটে দেখা গিয়েছে। এর আগে মালয়েশিয়ার SIRIM ডেটাবেসেও একই মডেল নম্বর সহ স্মার্টফোনটি ধরা পড়েছিল। সব মিলিয়ে বলা যায়, এর লঞ্চের সময় আর খুব দূরে নয়।
TDRA সার্টিফিকেশন সাইটে হ্যান্ডসেটটি CPH2795 মডেল নম্বর এবং ER55010/25 রেজিস্ট্রেশন নম্বর নিয়ে তালিকাভুক্ত হয়েছে। এখান থেকে OnePlus Nord 6 নামটি নিশ্চিত হয়েছে। যদিও ওয়েবসাইটে ফোনের স্পেসিফিকেশন নিয়ে আলাদা করে কিছু বলা হয়নি।
এদিকে শোনা যাচ্ছে, OnePlus Nord 6 আসলে চীনের বাজারে লঞ্চ হওয়া OnePlus Ace 6 এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। OnePlus আগেও এই কৌশল নিয়েছে, তাই বিষয়টি খুব অবাক করার মতো নয়। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময়ে ফোনটি লঞ্চ হতে পারে।
এর আগে বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে, OnePlus Nord 6 মডেলে থাকতে পারে ৬.৮৩ ইঞ্চি ডিসপ্লে, যার রেজোলিউশন হবে ১.৫কে। আর ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে, যেখানে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হতে পারে। সামনে সেলফির জন্য ১৬ মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনাও রয়েছে।
পারফরম্যান্সের কথা বললে Nord 6 ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহারের কথা শোনা যাচ্ছে। এটি সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত র্যাম সহ পাওয়া যেতে পারে, আর স্টোরেজ থাকতে পারে ৫১২ জিবি পর্যন্ত। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৭৮০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
এছাড়া ডিভাইসটি IP66, IP68 এবং IP69 রেটিং সহ আসতে পারে, যা ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে। প্রসঙ্গত, OnePlus Ace 6 চীনে অক্টোবরে লঞ্চ হয়েছিল, যার শুরুর দাম ছিল ২,৫৯৯ ইউয়ান থেকে, যা ভারতীয় মূল্যে প্রায় ৩২ হাজার টাকা। Nord 6-এর দাম এর কাছাকাছি থাকলে, মিডরেঞ্জ সেগমেন্টে এটি ঝড় তুলতে পারে।

