HTC Wildfire E4 Plus দশ হাজার টাকার কমে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল

HTC ধীরে ধীরে তাদের Wildfire স্মার্টফোন সিরিজ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিচ্ছে। চলতি বছরের শুরুতে ভিয়েতনামে এসেছিল এই সিরিজের Wildfire E7 Plus মডেলটি। এবার থাইল্যান্ডের লঞ্চ হল HTC Wildfire E4 Plus। এর দাম রাখা হয়েছে ১০ হাজার টাকার কম। এতে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, Unisoc T606 প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

HTC Wildfire E4 Plus এর দাম ও উপলব্ধতা

থাইল্যান্ডে HTC Wildfire E4 Plus এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৫৯৯ থাই ভাট (প্রায় ৯,৭৫০ টাকা)। এটি কালো ও হালকা নীল রঙে পাওয়া যাবে। শীঘ্রই থাইল্যান্ডে এর বিক্রি শুরু হবে।

HTC Wildfire E4 Plus এর স্পেসিফিকেশন ও ফিচার

এইচটি ওয়াইল্ডফায়ার ই৪ প্লাস স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। পারফরম্যান্সের জন্য এতে Unisoc T606 প্রসেসর, ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য HTC Wildfire E4 Plus মডেলে ৫০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এতে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ০.৩ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর উপস্থিত।

সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক ফিচার রয়েছে। ডিভাইসটিথ কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ডুয়েল সিম, এলটিই, ব্লুটুথ এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক।