আগামী ২৩ সেপ্টেম্বর থেকে Amazon Great Indian Festival Sale শুরু হচ্ছে। তবে এই সেল শুরু হওয়ার আগে ই-কমার্স সাইটটি আর্লি ডিল নিয়ে এসেছ। এই ডিলে স্মার্টফোনের উপর বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাই আপনি যদি এই মুহূর্তে নতুন ফোন কিনতে চান তাহলে এই ডিলের অফার কাজে লাগাতে পারেন। এই প্রতিবেদনে আমরা Amazon আর্লি ডিলে ১৬ হাজার টাকার কমে বিক্রি হওয়া দুটি হ্যান্ডসেটের বিষয়ে বলবো। এই দুটি মডেল হল OnePlus Nord CE 4 Lite 5G ও Samsung Galaxy M35 5G।
OnePlus Nord CE 4 Lite 5G ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের এখন অ্যামাজন ইন্ডিয়ায় দাম ১৬,৯৯৮ টাকা। এর সাথে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ডিসকাউন্টের পর ডিভাইসটি ১৬ হাজার টাকার কমে কেনা যাবে। সাথে রয়েছে ৮৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট মডেলে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সাথে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সল ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৮০ ওয়াট ফাস্ট করার জন্য সপোর্ট করবে।
Samsung Galaxy M35 5G এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের অ্যামাজন ইন্ডিয়ায় এখন দাম রাখা হয়েছে ১৬,৪৯৮ টাকা। তবে এটি ১২৫০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ কেনা যাবে। ফলে এই স্মার্টফোনটিও ১৬ হাজার টাকার কমে নিজের করা যাবে। এর সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার।
স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ডিভাইসে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে ৫০ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা ও ১৩ মেগাপিক্সল সেলফি ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে এক্সিনস ১৩৮০ প্রসেসর।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.