ওয়ানপ্লাস আগামী ৮ জুলাই ভারতে লঞ্চ করতে চলেছে OnePlus Nord 5 এবং OnePlus Nord CE 5 স্মার্টফোন। ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে ও অ্যামাজনে এদের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এখান থেকে ডিভাইস দুটির মুখ্য ফিচারগুলি সামনে আনা হচ্ছে। আজ OnePlus Nord CE 5 এর ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানানো হয়েছে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, ডিভাইসটি ১০ মিনিটের চার্জে ৬ ঘন্টা ভিডিও দেখতে দেবে।
ওয়ানপ্লাস নর্ড সিই ৫ ফোনে ৭১০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে। স্মার্টফোনটি ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। কোম্পানির তরফে বলা হয়েছে, মাত্র ৫৯ মিনিটে ১% থেকে ফুল চার্জ হয়ে যাবে হ্যান্ডসেটটি। এমনকি মাত্র ১০ মিনিট চার্জেই প্রায় ৬ ঘণ্টা ইউটিউব ভিডিও প্লেব্যাক টাইম অফার করবে ওয়ানপ্লাস নর্ড সিই ৫।
এর আগে জানা গিয়েছিল যে, এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপসেট ব্যবহার করা হবে। AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে এই চিপসেট সহ ফোনটির স্কোর ১.৪৭ মিলিয়নেরও বেশি। ওয়ানপ্লাস জানিয়েছে, এতে BGMI ও Call of Duty Mobile গেমে ১২০fps পর্যন্ত ফ্রেম রেট মিলবে।
আর ওয়ানপ্লাস নর্ড সিই ৫ ব্যাটারি হেলথ ম্যাজিক নামে একটি বিশেষ ফিচার সহ আসবে এবং এতে বাইপাস চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে, যা গেমিংয়ের সময় ডিভাইসকে গরম হতে দেবে না। এই ফোনে LPDDR5X র্যাম দেওয়া হবে, ফলে মাল্টিটাস্কিং ও অ্যাপ সুইচিং আরও দ্রুত হবে।
ফটোগ্রাফির জন্য OnePlus Nord CE 5 স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর পাওয়া যাবে। এই ক্যামেরায় OIS (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন) সাপোর্ট করবে। ওয়ানপ্লাস এর তরফে দাবি করা হয়েছে যে, এতে ৬০fps-এ 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ক্যামেরা RAW এইচডিআর এবং রিয়েল টোন প্রযুক্তি অফার করবে, যেগুলো আগে শুধু OnePlus 13 সিরিজে দেখা গিয়েছিল।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.