মোবাইল

OnePlus Open 2 হবে সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন, গ্লোবাল মার্কেটে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে

Published on:

OnePlus open 2 launch soon in global market as slimmest foldable smartphone

ওয়ানপ্লাসের নতুন ফোল্ডেবল স্মার্টফোন OnePlus Open 2 শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি Oppo Find N5 এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। এর ডিজাইন ও ফিচার ইতিমধ্যেই ফাঁস হয়েছে। রিপোর্ট যদি সত্যি হয় তাহলে OnePlus Open 2 হতে পারে গ্লোবাল মার্কেটের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন।

এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন হল অনার ম্যাজিক ভি৩। তবে এর থেকেও পাতলা হবে ওয়ানপ্লাসের আসন্ন ডিভাইসটি। ইন্ডিয়া টুডের রিপোর্টে বলা হয়েছে, জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ও স্মার্ট পিকাচু ওয়ানপ্লাস ওপেনের পরবর্তী ফোনের জন্য অপেক্ষা করা ফ্যানদের জন্য সুখবর দিয়েছে। তারা বলেছে, ওয়ানপ্লাস শীঘ্রই গ্লোবাল মার্কেটে সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে।

WhatsApp Community Join Now

OnePlus Open 2 এর ফিচার এবং স্পেসিফিকেশন (ফাঁস)

ওপ্পো ফাইন্ড এক্স ৮ প্রো এবং ওয়ানপ্লাস ওপেনের মতো ওয়ানপ্লাস ওপেন ২ ডিভাইসেও বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে পেরিস্কোপ টেলিফোটো লেন্স, সেন্টারে হ্যাসেলব্ল্যাড ব্র্যান্ডিং এবং ডান কোণে ফ্ল্যাশ থাকতে পারে।

আবার ওয়ানপ্লাস ওপেন ২ স্মার্টফোনে টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করা হবে যা একে হালকা করে তুলবে। হার্ডওয়্যারের ক্ষেত্রে, এতে ট্রিপল-লেন্স হ্যাসেলব্ল্যাড ক্যামেরা, স্যাটেলাইট সাপোর্ট, ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপ। ফোনটি কালো, সাদা ও অন্যান্য কালারে পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন