মোবাইল

পেন্সিলের থেকেও সরু! আগামী মাসে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন আনছে Oppo

Updated on:

oneplus open 2 oppo find n5 launch date february 2025 design teased

OPPO Find N3 বাজারে এসেছিল 2023 সালে। এবং মজার বিষয় হল সেই বছরই ডিভাইসটির রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে OnePlus Open বিশ্বব্যাপী রিলিজ হয়। এবার ফোনগুলির আপগ্রেড মডেল মার্কেটে আসতে চলেছে। Oppo আপকামিং Find N5 (N4 নয় কারণ চীনে 4 সংখ্যা অশুভ মনে করা হয়) ফোনটির লঞ্চ টাইমলাইন প্রকাশ করেছে। একইসাথে, স্লিম ডিজাইন টিজ করা হয়েছে। অন্যদিকে, OnePlus Open 2-এর কিছু গোপন তথ্য ফাঁস হয়েছে।

Oppo Find N5 ও OnePlus Open 2 কবে লঞ্চ হবে

ওয়ানপ্লাসের প্রতিষ্ঠাতা এবং ওপ্পোর চিফ প্রোডাক্ট অফিসার পিট লাউ চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোর একটি পোস্ট মারফত জানিয়েছেন, ওপ্পো ফাইন্ড এন5 ফেব্রুয়ারি মাসে প্রকাশ হবে। এটি বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফ্ল্যাগশিপ হবে। আবার এই ডিভাইসটি রিব্র্যান্ড করে মার্চ থেকে জুনের মধ্যে ওয়ানপ্লাস ওপেন 2 নামে লঞ্চ হতে পারে।

WhatsApp Community Join Now

Oppo Find N5 বা OnePlus Open 2 ডিজাইন

টিজার পোস্টারে ইঙ্গিত, ফোনটি পেন্সিলের চেয়েও পাতলা। একটি সাধারণ কাঠের পেন্সিল 7-8 মিমি পুরু। সুতরাং, ওপ্পো ফাইন্ড এন5 বা ওয়ানপ্লাস ওপেন 2 খোলা অবস্থায় প্রায় 4 মিমি পুরু হতে পারে। আর ভাঁজ অবস্থায় 10 মিমি পুরু হতে পারে। অর্থাৎ এটি সবচেয়ে স্লিম ফোল্ডেবল হতে চলেছে। এটি টাইটেনিয়াম ধাতু দিয়ে তৈরি হবে বলেও জল্পনা শোনা যাচ্ছে। জানিয়ে রাখি, Honor Magic V3 এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন।

Oppo Find N5 Launch Date Design

OnePlus Open 2 বা OPPO Find N5 স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস বা ওপ্পোর ফোল্ডেবল ফোনে হ্যাসেলব্লাড ক্যামেরা ব্র্যান্ডিং সহ 50MP প্রাইমারি + 50MP আল্ট্রাওয়াইড+ 50MP পেরিস্কোপ জুম লেন্স, স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, 50W ওয়্যারলেস চার্জিং সহ 6,000 এমএএইচ ব্যাটারি, 6.85 ইঞ্চি অভ্যন্তরীণ ডিসপ্লে, IPX8 সার্টিফিকেশন, 80/100W তারযুক্ত চার্জিং, Android 15-ভিত্তিক ColorOS সফটওয়্যার, স্যাটেলাইট কমিউনিকেশন, NFC এবং সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন