Oppo Pad 4 Pro, Vivo Pad 4 Pro, ও OnePlus Pad 2 Pro চলতি বছরের প্রথমার্ধে (পড়ুন জুনের মধ্যে) বাজারে আসতে পারে। ব্র্যান্ডগুলি এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, সম্প্রতি এক প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে। এগুলির প্রতিটিই হবে ফ্ল্যাগশিপ ট্যাবলেট, অর্থাৎ অত্যাধুনিক ফিচার্স অফার করবে। এখন একটি সূত্র ওয়ানপ্লাস কোম্পানির ট্যাবটির সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে। এটি খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে ইঙ্গিত করা হয়েছে।
জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি অনুযায়ী, OnePlus Pad 2 Pro ট্যাব Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা পরিচালিত হবে। ২০২৫ সালের প্রথমার্ধে চীনা বাজারে লঞ্চ হবে এটি। তিনি আরও প্রকাশ করেছে যে ট্যাবটিতে ১৩.২ ইঞ্চির কাস্টম এলসিডি স্ক্রিন রয়েছে যা ৩.৪K রেজোলিউশন অফার করে। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য সামনের দিকে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।
ওয়ানপ্লাস প্যাড ২ প্রো ট্যাবলেটে খুব পাওয়ারফুল স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের পাশাপাশি সর্বাধিক ১৬ গিগাবাইট এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ থাকবে। ডিভাইসটিকে শক্তি সরবরাহ করবে প্রায় ১০,০০০ এমএএইচ ক্ষমতার একটি বিশাল ব্যাটারি, যা ৬৭ ওয়াট বা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। ফটোগ্রাফির জন্য, পিছনে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা উপলব্ধ হবে।
জানিয়ে রাখি, গত বছর লঞ্চ হওয়া স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ OnePlus Pad 2 ট্যাবে ১২.১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, ডলবি ভিশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৬০০ নিট ব্রাইটনেস, এইচডিআর১০+, ৮ জিবি + ১২ জিবি র্যাম, ১২৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ, Snapdragon 8 Gen 3 প্রসেসর, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৯৫১০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.