ফুল চার্জে ৫৪ দিন পর্যন্ত চলবে, বিশাল বড় ব্যাটারি সহ OnePlus Pad Lite ট্যাবলেট লঞ্চ হল

OnePlus ইউরোপে লঞ্চ করল তাদের নতুন ট্যাবলেট OnePlus Pad Lite। এতে পাওয়া যাবে বড় স্ক্রিন, ভালো সাউন্ড এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি। আর ট্যাবটির দাম খুব বেশি রাখা হয়নি। বাজেটের মধ্যে আসা এই ট্যাবলেটে আছে আই কমফোর্ট মোড, মিডিয়াটেক হেলিও সিরিজের প্রসেসর, কিডস মোডস ও ৯৩৪০ এমএএইচ ব্যাটারি। আসুন OnePlus Pad Lite এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
OnePlus Pad Lite এর দাম ও উপলব্ধতা
ওয়ানপ্লাস প্যাড লাইট এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯৯ ডলার, যা প্রায় ১৭,০০০ টাকার কম। ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও LTE ভার্সনের দাম ২২৯ ডলার, যা প্রায় ১৯,৬০০ টাকার সমান। ক্রেতারা বিনামূল্যে SUPERVOOC ৮০ ওয়াট চার্জার অথবা একটি ফোলিও কেস পেতে পারেন। তবে কবে থেকে এটি ইউরোপে কেনা যাবে সেই তারিখ এখনও জানানো হয়নি। প্যাড লাইট অরা ব্লু কালারে এসেছে।
OnePlus Pad Lite এর স্পেসিফিকেশন ও ফিচার
ওয়ানপ্লাস প্যাড লাইট এর সামনে দেখা যাবে ১১ ইঞ্চি স্ক্রিন, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৮৫.৩ শতাংশ এবং অ্যাসপেক্ট রেশিও ১৬:১০। এতে ১০-বিট কালার সাপোর্ট করবে। আবার এই স্ক্রিনের ব্রাইটনেস ৫০০ নিটস পর্যন্ত। সাউন্ডের জন্য এতে রয়েছে কোয়াড-স্পিকার সেটআপ, যা Hi-Res Audio সার্টিফিকেশন সহ এসেছে। OnePlus-এর নিজস্ব Omnibearing Sound Field টেকনোলজি স্ক্রিনের দিক অনুযায়ী শব্দের দিক পরিবর্তন করে বলে জানা গেছে।
ডিভাইসটি মাত্র ৭.৩৯ মিমি পুরু এবং ওজন ৫৩০ গ্রাম। পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস প্যাড লাইট ট্যাবলেটে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর ও অক্সিজেনওএস ১৫.০.১ কাস্টম স্কিন। কোম্পানির দাবি, তিন বছর পরেও ডিভাইসটি একই পারফরম্যান্স দেবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Pad Lite মডেলে ৯৩৪০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ঘণ্টা পর্যন্ত মিউজিক, ১১ ঘণ্টা ভিডিও প্লেব্যাক টাইম ও ৫৪ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দেবে। চার্জিংয়ের জন্য পাওয়া যাবে ৩৩ ওয়াট SUPERVOOC চার্জার।
OnePlus এর এই ট্যাবে আছে স্ক্রিন মিররিং, ক্লিপবোর্ড শেয়ারিং, শেয়ার্ড গ্যালারির মতো ফিচার। আর অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য Quick Share আর iOS ডিভাইসের জন্য O+ Connect সাপোর্টও করবে এতে। বাচ্চাদের কথা মাথায় রেখে এতে OnePlus Kids Mode দেওয়া হয়েছে।