জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড OnePlus এবার ভ্যালেন্টাইনস ডে সেলের ঘোষণা করল। এই সেলে ওয়ানপ্লাসের লেটেস্ট স্মার্টফোনে পাওয়া যাবে নানা ধরনের অফার ও ডিল। ওয়ানপ্লাস এই সেলের নাম রেখেছে রেড রাশ ডেজ সেল, যা আজ ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সেল চলাকালীন OnePlus 13, OnePlus 12, OnePlus Nord 4 সহ বিভিন্ন স্মার্টফোনে উল্লেখযোগ্য ছাড় পাওয়া যাবে। সুতরাং, আপনি যদি ওয়ানপ্লাস ফোন কিনতে চান তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না।
ওয়ানপ্লাস রেড রাশ ডেজ সেলে স্মার্টফোনে অফার
OnePlus 13
OnePlus 13 সেলে ৫০০০ টাক ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ কেনা যাবে। আবার OnePlus 13R রেড রাশ ডেজ সেল চলাকালীন ৩,০০০ টাকা ব্যাঙ্ক অফারে পাওয়া যাবে। নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের সাথে এই অফার প্রযোজ্য। উল্লেখ্য, OnePlus 13 সম্প্রতি ভারতে ৬৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে।
OnePlus 12
যারা ওয়ানপ্লাস ১২ কিনতে চান তারা ৪,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার এবং ৩,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ মোট ছাড়ের পরিমাণ দাঁড়াবে ৭,০০০ টাকা।
Oneplus Nord 4
ভ্যালেন্টাইনস ডে সেল চলাকালীন ওয়ানপ্লাস নর্ড ৪ কেনা যাবে ১০০০ টাকা বিশেষ ছাড়ে। আপনি নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের সাথে ৪,০০০ টাকা ছাড় পেতে পারেন। oneplus.in ও অফলাইন পার্টনার স্টোরে এই অফার পাওয়া যাবে।
OnePlus Nord CE 4
ভ্যালেন্টাইনস ডে সেল চলাকালীন ওয়ানপ্লাস নর্ড সিই ৪ এর দাম ১,০০০ টাকা কমানো হয়েছে। আবার নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের সাথে ২,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত। এর ফ্রন্ট ক্যামেরার রেজোলিউশন ১৬ মেগাপিক্সেল।