OnePlus স্মার্টফোন, ট্যাবলেট ও ইয়ারফোনে লোভনীয় অফার, সেলে দাম শুরু মাত্র ১,৫৪৯ টাকা থেকে

অ্যামাজনের প্রাইম ডে সেল শুরু হচ্ছে আগামী ১২ জুলাই ২০২৫ থেকে, আর চলবে ১৪ জুলাই পর্যন্ত। এই সেল উপলক্ষে OnePlus তাদের ফোন ও অ্যাক্সেসরিজের উপর আকর্ষণীয় অফারের ঘোষণা করেছে। কোম্পানির তরফে বলা হয়েছে, Amazon Prime Day সেলে OnePlus স্মার্টফোন, ট্যাবলেট আর ইয়ারফোন সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাবে। তবে শুধু অ্যামাজনে নয়, এই অফারগুলির লাভ ওঠানো যাবে ওয়ানপ্লাস ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, ওয়ানপ্লাস স্টোর এবং অনুমোদিত রিটেল পার্টনারদের মাধ্যমেও। আসুন সেলে কোন কোন ডিভাইস কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক

Amazon Prime Day সেলে OnePlus ডিভাইসে অফার

স্মার্টফোনে অফার

যারা নতুন স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য OnePlus 13-এর দাম অ্যামাজন প্রাইম ডে সেলে থাকবে ৬৪,৯৯৯ টাকা, যেখানে ৫,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সঙ্গে আরও ৫,০০০ টাকা ব্যাঙ্ক কার্ড অফার পাওয়া যাবে। আবার নতুন লঞ্চ হওয়া কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ OnePlus 13s মডেলটি সেলে ৫,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সহ ৪৯,৯৯৯ টাকায় কেনা যাবে।

এদিকে আপনি যদি স্মার্টফোন আর ইয়ারবাড একসাথে নিজের করতে চান, তাহলে OnePlus 13R ও OnePlus Buds 3 কম্বোটি কিনতে পারেন মাত্র ৩৯,৯৯৯ টাকায়। এরফলে ৩,০০০ টাকা সাশ্রয় করবেন। আর বাজেট ফোন খোঁজ করলে OnePlus Nord CE 4 Lite কিনতে পারবেন ২,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ ১৫,৯৯৯ টাকায়।

ট্যাবলেটে অফার

অ্যামাজন প্রাইম ডে সেলে ওয়ানপ্লাস ট্যাবলেটেও কম দামে কেনা যাবে। OnePlus Pad Go-এর WiFi ও LTE মডেল (৮ জিবি র‌্যাম/১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম/২৫৬ জিবি স্টোরেজ) এর দাম পড়বে যথাক্রমে ১৩,৯৯৯ টাকা ও ১৫,৪৯৯ টাকা। আর OnePlus Pad 2-এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম যথাক্রমে ৩২,৯৯৯ টাকা ও ৩৫,৯৯৯ টাকায়, যার সাথে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।

ইয়ারফোনে অফার

ইয়ারফোন প্রেমীদের জন্যও এই সেলে রয়েছে একাধিক অফার। OnePlus Bullets Wireless Z3-এর দাম পড়বে ১,৫৪৯ টাকা, ১১,৯৯৯ টাকার পরিবর্তে Buds Pro 3 কেনা যাবে ৮,৯৯৯ টাকায়। OnePlus Buds 3 বিক্রি হবে ৪,২৯৯ টাকায়। অন্যদিকে, ANC সুবিধাসহ Bullets Wireless Z2 মিলবে মাত্র ১,৫৯৯ টাকায়।