OnePlus Turbo 6 ও Turbo 6V বিশাল 9000mAh ব্যাটারি সহ লঞ্চ হল

সম্প্রতি চীনে লঞ্চ হল OnePlus Turbo 6 এবং Turbo 6V। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হয়েছে এই ডিভাইসগুলিকে। এই সিরিজের মূল আকর্ষণ ৯০০০ এমএএইচ ব্যাটারি। ফ্ল্যাগশিপ ক্যাটেগরিতে এমন ব্যাটারি সত্যিই বিরল। তার উপর মজবুত বিল্ড ও একাধিক IP রেটিং উপস্থিত। আবার OnePlus Turbo 6 এবং Turbo 6V মডেলে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।
OnePlus Turbo 6 এবং Turbo 6V এর দাম
OnePlus Turbo 6-এর দাম শুরু হচ্ছে ২০৯৯ ইউয়ান থেকে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ হাজার টাকা। এই দাম ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় ৩৭ হাজার টাকার কাছাকাছি। এটি লাইট চেজার সিলভার, লোন ব্ল্যাক ও ওয়াইল্ড গ্রিন কালার অপশনে পাওয়া যাবে।
অন্যদিকে Turbo 6V কিছুটা বাজেট ফ্রেন্ডলি। এর দাম শুরু ১৬৯৯ ইউয়ান থেকে, অর্থাৎ প্রায় ২১ হাজার টাকা। আর টপ ভ্যারিয়েন্টের দাম প্রায় ২৮ হাজার টাকা। এটি ফেয়ারলেস ব্লু, লোন ব্ল্যাক ও নোভা হোয়াইট কালার অপশনে এসেছে।
OnePlus Turbo 6 ও Turbo 6V এর স্পেসিফিকেশন ও ফিচার
Turbo 6 মডেলে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর। যেখানে OnePlus Turbo 6V এসেছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসরের সাথে। উভয় মডেলে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ৬০ হার্টজ থেকে ১৬৫ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে।
ক্যামেরা, ব্যাটারি ও মজবুত বিল্ড
Turbo 6 ও Turbo 6V ডিভাইসে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। এদের ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।
দুই ফোনেই আছে IP66, IP68, IP69 এমনকি IP69K রেটিং। ফলে ধুলো, জল, এমনকি হাই-প্রেশার ওয়াটার স্প্ল্যাশ থেকেও এগুলি সুরক্ষিত থাকবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৯০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট সুপারভুক চার্জিং। একবার চার্জ দিলে এই ব্যাটারি দুই দিন চলবে এমন আশা করাই যায়।

