Oppo A5 নামে একটি স্মার্টফোন ২০১৮ সালে প্রথম বাজারে এসেছিল। আবার, দুই বছর পর একই নামে ওপ্পো আরেকটি ফোন লঞ্চ করে। অবাক করার মতো বিষয় হল, Oppo A5 নাম ব্যবহার করে চলতি বছর আরও একটি ফোন রিলিজ হতে পারে। প্রথম দুই মডেল থেকে আলাদা করার জন্য এটি Oppo A5 (2025) নামে বাজারজাত করা হতে পারে।
জল্পনা বাড়িয়েছে TENAA সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হওয়া PKQ110 মডেল নম্বর সহ ওপ্পোর এক নয়া ফোন। সেখানে লিস্টেড স্পেসিফিকেশনগুলি ইঙ্গিত দেয়, এটি মিড-রেঞ্জ ফোন হতে চলেছে। এক টিপস্টার সেই ডিভাইসটির লাইভ ছবি প্রকাশ্যে এনে দাবি করেছে যে, এটি Oppo A5 অর্থাৎ Oppo A5 (2025)।
Oppo A5 (2025) স্পেসিফিকেশন
টেনা প্ল্যাটফর্মে তালিকাভুক্ত থাকা ওপ্পোএ৫ (২০২৫) এর পরিমাপ ১৬১.৫৭ x ৭৪.৪৭ x ৭.৬৫মিমি এবং ওজন ১৮৫ গ্রামের কাছাকাছি। ফোনটির রিয়েল লাইভ ইমেজ প্রকাশ করেছে, এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ অ্যামোলেড প্যানেল থাকবে। ৬.৭ ইঞ্চির ডিসপ্লে ফুল-এইচডি+ রেজোলিউশন ও ১০ বিট কালার অফার করবে।
ওপ্পোএ৫ (২০২৫) ফোনটি ২.২ গিগাহার্টজের একটি প্রসেসর দ্বারা চালিত হবে। যা স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট বলে মনে করা হচ্ছে। এটি ৮ জিবি / ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি / ৫১২ জিবি স্টোরেজ অপশনে আসতে পারে। ফোনের পিছনে ৫০+২ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সবশেষে, ডিভাইসটির ব্যাটারি ৬,৫০০ এমএএইচ ক্ষমতার হতে পারে। এটি ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে বলে আশা রাখা যায়।