5G কানেক্টিভিটির যুগে এখনও 4G মডেল লঞ্চ করতে দেখা যাচ্ছে স্মার্টফোন নির্মাতাদের। যারা কীপ্যাড ফোন ছেড়ে প্রথম স্মার্টফোন ব্যবহার করবেন, তাদের লক্ষ্য করেই কম দামে এই ধরনের হ্যান্ডসেটের আগমন ঘটছে। গত মাসে Oppo A5 Pro 5G গ্লোবাল মার্কেটে পা রেখেছিল। আর এখন ডিভাইসটির 4G সংস্করণ লঞ্চ করেছে কোম্পানি। বাজেট ফোন হওয়া সত্ত্বেও, এতে IP69 ওয়াটার রেজিট্যান্স, মিলিটারি ড্যুরাবিলিটি, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ও শক্তিশালী ৫,৮০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। চলুন Oppo A5 Pro 4G-এর দাম ও অন্যান্য তথ্য জেনে নেওয়া যাক।
Oppo A5 Pro 4G: স্পেসিফিকেশন ও ফিচার্স
ওপ্পো এ৫ প্রো ৪জি ৬.৭ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ১০০০ নিট। স্ন্যাপড্রাগন ৬এস জেন ১ প্রসেসরে চলে এই ফোন। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। ফোনটিতে অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর কালার ওএস ১৫ কাস্টম স্কিন আছে। এতে ৫,৮০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
ফটোগ্রাফির জন্য, ওপ্পো এ৫ প্রো ৪জি-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের মনোক্রম সেন্সর রয়েছে। একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে সেলফি তোলা এবং ভিডিও কল করা যাবে। অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডুয়াল সিম, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্পিকার, ইউএসবি-সি পোর্ট ইত্যাদি।
ফোনটিতে জল প্রতিরোধের জন্য আইপি৬৯ রেটিং দেওয়া হয়েছে। এর অর্থ হল ৩০ মিনিটের জন্য জলের ১.৫ মিটার গভীরতা পর্যন্ত জলে ডুবে থাকতে পারবে। এছাড়াও, ডিভাইসটি ১৪টি মিলিটারি গ্রেড স্থায়িত্ব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যা দুর্ঘটনাক্রমে পড়ে যাওয়ার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
Oppo A5 Pro 4G-এর দাম
ওপ্পোর এই ৪জি স্মার্টফোন মোচা ব্রাউন এবং অলিভ গ্রিন রঙে পাওয়া যাচ্ছে। এটি মালয়েশিয়াতে ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ। দাম ৮৯৯ রিঙ্গিত যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,৭০০ টাকার সমান। ফোনটি ভারতে কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।