Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের কারণে অনেকদিন ধরে আলোচনার কেন্দ্রে ছিল এটি। কোম্পানি এখন তাদের A সিরিজের অধীনে আরও দুটি মডেল বাজারে আনার ঘোষণা করেছে। Oppo A5 এবং A5 Vitality এডিশন ১৮ মার্চ চীনে লঞ্চ হবে। অফিসিয়াল টিজার থেকে জানা গিয়েছে, ফোনগুলি IP66/68/69 ওয়াটার রেজিট্যান্স রেটিং অফার করবে এবং দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১২,০০০ টাকার মধ্যে থাকবে।
Oppo A5: ভেরিয়েন্ট, কালার ও স্পেসিফিকেশন
Oppo A5 স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি ফুলএইচডি প্লাস ওলেড ডিসপ্লে থাকবে। এতে Snapdragon 6 Gen 1 চিপসেট ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ফটোগ্রাফির জন্য, পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। অন্যদিকে, সামনের ক্যামেরাটি ৮ মেগাপিক্সেলের। পাওয়ার ব্যাকআপের জন্য, ৬,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।
ফোনটি ৭.৬৫ মিমি স্লিম এবং ওজন ১৮৫ গ্রাম হবে। অফিসিয়াল লিস্টিং অনুযায়ী, Oppo A5 একাধিক মেমরি ভেরিয়েন্টে আসবে – ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ও ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ। এটি চীনের বাজারে কালো, নীল এবং গোলাপী রঙের বিকল্পে পাওয়া যাবে। ভারতেও লঞ্চ হবে বলে আশা করা যায়।
Oppo A5 Vitality Edition: ভেরিয়েন্ট, কালার ও স্পেসিফিকেশন
Oppo A5 Vitality এডিশনে ৬.৬৭ ইঞ্চি এলসিডি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেকের Dimensity 6300 প্রসেসর, ৫,৮০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা, ৮ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ৫১২ জিবি স্টোরেজ অপশন, ও ৭.৮৬ মিমি স্লিম প্রোফাইল থাকবে। এটি কালো, সবুজ এবং গোলাপী রঙে বিক্রি হবে।