সস্তায় 32 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A5x 5G, রয়েছে 6000mAh শক্তিশালী ব্যাটারি

ওপ্পো আজ A-সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন – Oppo A5x 5G লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ১৫ হাজার টাকার কম। ফিচার হিসেবে এতে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি। আর Oppo A5x 5G মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে, ফলে এটি মজবুত বিল্ড কোয়ালিটি অফার করবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo A5x 5G এর দাম ও উপলব্ধতা

ওপ্পো এ৫এক্স ৫জি ফোনটি মিডনাইট ব্লু ও লেজার হোয়াইট কালার অপশন সহ এসেছে। এর ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র ১৩,৯৯৯ টাকা। এর সেল শুরু হবে ২৫ মে, ২০২৫ থেকে। Oppo-এর অফিসিয়াল ই-স্টোর, Amazon ও Flipkart থেকে ডিভাইসটি কেনা যাবে।

Oppo A5x 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো এ৫এক্স ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ডিভাইসটি ৪ জিবি LPDDR4X র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য Oppo A5x 5G স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Oppo A5x 5G ফোনটি IP65 রেটিংসহ এসেছে, অর্থাৎ এটি ধুলো ও জলের ছিটা থেকে সুরক্ষা দেবে। এতে এতে আছে মিলিটারি গ্রেড MIL-STD-810H সার্টিফিকেশন, যা ফোনটির টেকসইতা ও স্থায়িত্ব নিশ্চিত করে। ওপ্পোর দাবি অনুযায়ী, এই ফোনটি আগের মডেলগুলোর তুলনায় ১৬০% বেশি শক্তিশালী।