Oppo A6 5G মিড রেঞ্জে 7000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল

ওপ্পো চীনে আজ A সিরিজের পরবর্তী মডেল, Oppo A6 5G লঞ্চ করল। এই নতুন হ্যান্ডসেটে আছে ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,০০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট। ডিভাইসটি তিনটি কালার অপশন এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ওপ্পো দাবি করেছে যে, স্মার্টফোনটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৯ রেটিং সহ এসেছে। আসুন Oppo A6 5G এর দাম এবং স্পেসিফিকেশন সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।
Oppo A6 5G ফোনের মূল্য ও লভ্যতা
চীনের বাজারে Oppo A6 5G এর বেস ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৫৯৯ ইউয়ান (প্রায় ২০,০০০ টাকা)। ফোনটি ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ বিকল্পগুলিতেও পাওয়া যাবে। তবে এর দাম এখনও জানানো হয়নি। Oppo A6 5G মডেলটি ব্লু ওশান লাইট, ভেলভেট গ্রে এবং ফেনমেংশেংহুয়া (পিঙ্ক) কালার অপশনে এসেছে।
Oppo A6 5G এর স্পেসিফিকেশন এবং ফিচার
ডুয়েল-সিমের ওপ্পো এ৬ ৫জি মডেলে ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২,৩৭২×১,০৮০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ১৪০ হার্টজ সর্বোচ্চ টাচ স্যাম্পলিং রেট, ৩৯৭ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১,৪০০ নিট পিক ব্রাইটনেস এবং ডিসিআই-পি৩ ও এসআরজিবি কালার গ্যামটের ১০০ শতাংশ কভারেজ অফার করে। এটি ৯৩ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলে।
পারফরম্যান্সের জন্য Oppo A6 5G হ্যান্ডসেটে মালি জি৫৭ এমসি২ জিপিইউ সহ অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। প্রসেসরটি দুটি পারফরম্যান্স কোর এবং ছয়টি এফিসিয়েন্সি কোর দ্বারা চালিত, যা ২.৪ গিগাহার্টজের সর্বোচ্চ ক্লক স্পিড প্রদান করে। এতে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ২.২ ইন-বিল্ট স্টোরেজ রয়েছে। ডিভাইসটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৯ রেটিং সহ এসেছে।
ফটোগ্রাফির জন্য Oppo A6 5G হ্যান্ডসেটে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার, ২৭ মিলিমিটার ফোকাল লেন্থ ও অটোফোকাস সহ ৫০ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার, ২২ মিলিমিটারের ফোকাল লেন্থ ও ১০x পর্যন্ত ডিজিটাল জুম ক্ষমতা সহ ২ মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সর। আর ফোনের সামনের দিকে ১৬ মেগাপিক্সেল (এফ/২.৪) সেলফি ক্যামেরা রয়েছে, যার ফোকাল লেন্থ ২৩ মিমি। রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরাগুলি ১,০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A6 5G ফোনে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ইলেকট্রনিক কম্পাস এবং অ্যাক্সিলোমিটার সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। সুরক্ষার জন্য এই স্মার্টফোনে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।