Oppo এই মুহূর্তে একটি স্মার্টফোনের উপর কাজ করছে।এই ফোনের নাম রাখা হবে Oppo A6 5G। আজ চীনের TENAA সার্টিফিকেশন সাইটে এই ডিভাইসটিকে খুঁজে পাওয়া গেছে। জানা গেছে এর মডেল নম্বর রাখা হবে PLS120। এখান থেকে হ্যান্ডসেটটির ডিসপ্লে, র্যাম, স্টোরেজ, ক্যামেরা ও ব্যাটারি সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে। আশা করা যায় ফোনটি শীঘ্রই বাজারে পা রাখবে।
সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, Oppo A6 5G মডেলে থাকবে ৬.৫৭ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন, যা ১০৮০ × ২৩৭২ পিক্সেল রেজোলিউশন এবং ১০ বিট কালার সাপোর্ট করবে। আর পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে ২.৪ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর। যদিও এই প্রসেসরের সঠিক নাম জানা যায়নি।
তবে সামনে এসেছে যে, ওপ্পো এ৬ ৫জি ডিভাইসটি ৮ জিবি এবং ১২ জিবি র্যাম অপশনে পাওয়া যাবে। আর এতে থাকবে ১২৮ জিবি থেকে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে দেওয়া হবে ৬৮৩০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। আর ফটোগ্রাফির জন্য Oppo A6 5G মডেলে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এছাড়া জানা গেছে, ডিভাইসটির পরিমাপ ১৫৮.২× ৭৫.০২ × ৮ মিমি এবং ওজন ১৮৫ গ্রাম। এটি ডার্ক ব্লু কালার অপশনে আসবে। স্মার্টফোনটির অন্যান্য ফিচারের মধ্যে থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস রিকগনিশন, ও ডুয়েল সিম সাপোর্ট।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.