Oppo A6 Pro 5G এবার গ্লোবাল মার্কেটে আসছে, পেয়ে গেল GCF থেকে সার্টিফিকেশন

Oppo A6 Pro 5G এর গ্লোবাল ভ্যারিয়েন্ট কিছুদিনের মধ্যেই বাজারে আসবে। ইতিমধ্যেই মডেলটি SDPPI, TKDN, SIRIM, FCC, TUV SUD থেকে ছাড়পত্র লাভ করেছে। জানা গেছে এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হবে। আজ আবার GCF সার্টিফিকেশন সাইটে Oppo A6 Pro 5G স্মার্টফোনটিকে খুঁজে পাওয়া গেছে। এখান থেকেও কিছু তথ্য সামনে এসেছে।
Oppo A6 Pro 5G উপস্থিত হল GCF সার্টিফিকেশন সাইটে
Oppo A6 Pro এর গ্লোবাল ভ্যারিয়েন্ট আজ ‘CPH2781’ মডেল নম্বর সহ GCF সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়েছে। ডিভাইসটি এখানে ‘13215’ রেফারেন্স নম্বর সহ ছাড়পত্র পেয়েছে। GCF সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে, এতে 2G/3G/4G/5G নেটওয়ার্ক কানেক্টিভিটি সাপোর্ট করবে।
উল্লেখ্য, ওপ্পো এ৬ প্রো ৫জি A6 Pro 5G এর চীনা ভ্যারিয়েন্টের মডেল নম্বর ‘PLN110’। এটি আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে লঞ্চ হবে। আর আগামী ১২ সেপ্টেম্বর থেকে এর সেল শুরু হবে। কয়েকদিন আগে এই মডেলটিকে চায়না টেলিকম ওয়েবসাইটে দেখা গিয়েছিল।
Oppo A6 Pro 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
সেখান থেকে জানা গেছে যে, ওপ্পো এ৬ প্রো ৫জি মডেলে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিন থাকবে। এর সামনে দেখা যাবে ১০৮০ × ২৩৭৬ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৫৭ ইঞ্চি ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A6 Pro 5G ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ডিভাইসটি ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি সহ আসবে।
স্টোরেজ অপশন
ওপ্পোর আসন্ন ডিভাইসটি ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।