অ্যান্ড্রয়েড ১৫ ও ডুয়েল ব্যান্ড WiFi সাপোর্ট সহ আসছে নতুন OPPO CPH2821 স্মার্টফোন

OPPO খুব শীঘ্রই তাদের টার্বো সিরিজের স্মার্টফোন বাজারে আনতে চলেছে। তবে এর পাশাপাশি সংস্থাটি আরও কয়েকটি ফোনের উপর কাজ করছে। সম্প্রতি সংস্থার এক নতুন হ্যান্ডসেট WiFi Alliance থেকে ছাড়পত্র পেয়েছে। ১১ জুলাই ২০২৫ তারিখে এই সার্টিফিকেশন মিলেছে, যেখানে ডিভাইসটির মডেল নম্বর দেখা গেছে ‘CPH2821’। যদিও এর নাম এখনও জানা যায়নি। তবে কয়েকজন টিপস্টার বলেছেন, এটি OPPO-র আসন্ন K13 Turbo সিরিজেরই একটি অংশ হতে পারে।

Oppo CPH2821 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

WiFi Alliance সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, ওপ্পো-র এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এতে ওয়াই-ফাই ৫ সাপোর্ট সহ ২.৫ গিগাহার্টজ এবং ৫ গিগাবাইট ডুয়েল ব্যান্ড কানেক্টিভিটি পাওয়া যাবে। এছাড়া মিলবে WPA2 এবং WPA3 নিরাপত্তা প্রোটোকল, এবং ওয়াই-ফাই ডাইরেক্ট সুবিধা। সার্টিফিকেট আইডি হিসেবে দেওয়া হয়েছে WFA136880। যদিও এখান থেকে ডিভাইসটির নাম জানা সম্ভব হয়নি।

এদিকে, OPPO ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, K13 Turbo সিরিজ আগামী ২১ জুলাই ২০২৫ তারিখে চীনে লঞ্চ হতে চলেছে। এই সিরিজে দুটি মডেল থাকবে – K13 Turbo এবং K13 Turbo Pro। সিরিজের ফোনগুলির পিছনে RGB কুলিং ফ্যান থাকবে, যা সাধারণত গেমিং স্মার্টফোনেই দেখা যায়। অর্থাৎ আসন্ন ডিভাইসগুলি গেমিং ও হেভি পারফরম্যান্সের জন্য উপযুক্ত হবে বলে অনুমান করা হচ্ছে।

Oppo K13 Turbo Pro মডেলটি ইতিমধ্যে গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে, যেখান থেকে উঠে এসেছে, এতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপ। স্মার্টফোনটি ১৬ জিবি র‌্যাম সহ আসবে। অন্যদিকে, সাধারণ K13 Turbo মডেলে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ প্রসেসর। এতে আছে ৬.৮ ইঞ্চি এলটিপিএস ওএলইডি ফ্ল্যাট ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ বা ১৪৪ হার্টজ। এর পিছনে ৫০ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ এবং সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে।